বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরমাণু চুল্লিতে বিস্ফোরণ নাটক ঘটাতে পারে ইউক্রেন: রাশিয়া

  •    
  • ৭ মার্চ, ২০২২ ১৫:৩৬

ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা খারকিভের ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজিতে (কেআইপিটি) পরীক্ষামূলক একটি পারমাণবিক চুল্লিতে হামলার চক্রান্ত করছে। এমন অভিযোগ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (এসবিইউ), আজভ ব্যাটালিয়নের সঙ্গে যোগসাজশ করে খারকিভে একটি ফলস ফ্লাগ অপারেশন চালানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা খারকিভের ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজিতে (কেআইপিটি) পরীক্ষামূলক একটি পারমাণবিক চুল্লিতে হামলার চক্রান্ত করছে।

‘এসইউভি ও আজভ ব্যাটালিয়নের সদস্যরা চুল্লিটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়ে এর দায় রুশ সশস্ত্র বাহিনীর ওপর চাপানোর পরিকল্পনা করছে।’ রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের ফলস ফ্লাগ অপারেশনের ক্ষেত্রে তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

এর আগে রোববার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এরই মধ্যে রুশ বাহিনীর শহরটিতে গোলাবর্ষণের সময় কমপক্ষে একটি গোলা কেআইপিটিতে আঘাত করেছে। এতে ভবনের ক্ষয়ক্ষতির একটি ভিডিও প্রকাশ করেছে মন্ত্রণালয়।

তবে খারকিভে রুশ গোলার আঘাতের পর কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জেপার এক টুইটবার্তায় বলেছেন, পরমাণু সামগ্রীর স্থাপনা ও মজুত ধ্বংসের ফলে একটি বড় প্রযুক্তিগত ও পরিবেশগত বিপর্যয় হতে পারে, এর জন্য যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হবে রাশিয়া।

গত ৪ মার্চ ইউক্রেনের জাপোরিজ্জায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলার আঘাতে আগুন ধরে গেলে বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সে সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছিলেন, ‘যদি এটি বিস্ফোরিত হয়, তবে তা চেরনোবিল (সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয় হিসেবে ধরা হয়) দুর্ঘটনার থেকেও দশ গুণ বড় বিপর্যয় আনবে।’

যদিও জাপোরিজ্জার ঘটনায় রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করেছে।

এ বিভাগের আরো খবর