ইউক্রেনে হামলা শুরুর পর বিভিন্ন দেশে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে সংকটে পড়তে হয়েছে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্কে জড়ানো দেশগুলোকে। এসব দেশের মধ্যে রয়েছে এশিয়ার দেশ ভারতও। তবে বিকল্প পথে এর সমাধান খুঁজছে দেশটি।
কর্তৃপক্ষের বরাতে শনিবার রাশিয়ান সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস এবং তেল আমদানির জন্য অর্থ প্রদান প্রক্রিয়াকরণে প্রয়োজনীয় ভূমিকার কারণে রাশিয়ান ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান এসবারব্যাংক ও গাজপ্রোমব্যাংক থেকে সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘আমরা ব্যাপারটা দেখছি। এমনকি যদি এই ব্যাংকগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়, তবে ইউরোতে অর্থ প্রদান করা যেতে পারে। কারণ পরবর্তী নিষেধাজ্ঞা না হওয়া পর্যন্ত এই লেনদেনগুলো চলতে থাকবে।’
আরটি বলছে, ভারতের জন্য ব্যাংক অফ রাশিয়ার মাধ্যমে রুপি নিলাম করে রাশিয়ান ঋণ পরিশোধ করা আরেকটি বিকল্প হতে পারে। চিহ্নিত পণ্য ও সেবা রপ্তানির মাধ্যমে এই ধরনের ঋণ পরিশোধ করা যায়।
সর্বশেষ অর্থবছরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৮ দশমিক ১ বিলিয়ন ডলার। এ সময়ে রাশিয়ায় রপ্তানি ২ দশমিক ৬ বিলিয়ন এবং আমদানি ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।
ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। এরপর একে একে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে থাকে। নিষেধাজ্ঞা দেয়া হয় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপরও। সার্বিক পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক থাকা ভারতের মতো অন্য দেশগুলো।