ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব দেশটির ওপর বিভিন্ন অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করছে। তবে ইউক্রেনের হয়ে সরাসরি কোনো পশ্চিমা দেশ লড়াই করলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন। এমনকি রুশ পারমাণবিক বাহিনীকেও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
এমন পরিস্থিতিতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পূর্ব নির্ধারিত একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘মিনিটম্যান থ্রি’ পরীক্ষা স্থগিত করবে। রাশিয়া তার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখায় ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিলে ও দেশটির পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখায় ইউক্রেনে রুশ হামলা পারমাণবিক পরিস্থিতির দিকে মোড় নিতে পারে- এমন আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয় অনেক কর্মকর্তাই রুশ কর্মকাণ্ডকে হুমকি হিসেবেই দেখছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ব্যক্ত করলে আন্তর্জাতিক মহলে অস্বস্তি বৃদ্ধি পায়।
পেন্টাগন এরই মধ্যে রাশিয়ার এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এ ছাড়া পেন্টাগন আশা করে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত রাশিয়ার জন্য উদাহরণ হিসেবে কাজ করবে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা বুঝতে পারি, উত্তেজনার মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়েরই ভুল হিসেবের ঝুঁকির কথা মাথায় রাখা এবং সেই ঝুঁকিগুলো কমানোর জন্য পদক্ষেপ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ।’
কিরবি আরও বলেন, ‘পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তের উদ্দেশ্য হলো দেখানো (রাশিয়াকে) যে আমাদের ভুল বোঝাবুঝি বা ভুল ধারণা করা যেতে পারে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো উদ্দেশ্য নেই।’
এদিকে পারমাণবিক অস্ত্র পরিচালনার দায়িত্বে থাকা সেনাদের বিশেষভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারে পুতিনের হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমাদের জোট ন্যাটো ও এর অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র।
ন্যাটোপ্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেন, ‘রুশ সেনাদের পারমাণবিক অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে পুতিনের এমন নির্দেশ ভয়াবহ দায়িত্বহীনতার প্রকাশ।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনের মতো একটি স্বাধীন, সার্বভৌম দেশের মূল ভূখণ্ডে হামলার হুমকিকে রাশিয়া ন্যক্কারজনকভাবে বাস্তবায়ন করে চলেছে। তাই এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিকে আর উড়িয়ে দেয়ার সুযোগ নেই।’
যুক্তরাষ্ট্র এমন হুমকিকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে সাফ জানিয়ে দিয়েছে।