লাস্যময়ী আনাস্তাসিয়া লেনার পরিচিতি গোটা ইউক্রেনে। সৌন্দর্যের ঝলকে ২০১৫ সালে জয় করে নেন দেশসেরা সুন্দরীর মুকুট।
এরপর ইউক্রেনের হয়ে অংশ নেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতায়।
সৌন্দর্যের দ্যুতি ছড়ানো সেই আনাস্তাসিয়ার অস্ত্র ইন্সটাগ্রামের ছবি তৈরি করে বিভ্রান্তি। ওয়াশিংটন পোস্টসহ আন্তর্জাতিক বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন আনাস্তাসিয়া লেনা। তিনি যুদ্ধে নামছেন এমন খবর প্রচার করা হলেও পরে জানা যায় তথ্যটি ভুয়া।
ইনস্টাগ্রামে সামরিক পোশাকে অস্ত্র হাতে দুটি ছবি পোস্ট করেন আনাস্তাসিয়া। এ ছাড়া রাস্তায় অবস্থান নেয়া ইউক্রেন সেনাদের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আগ্রাসন চালাতে যারাই ইউক্রেন সীমান্ত অতিক্রম করবে, তাদের কপালে রয়েছে গুলি।’
কিয়েভের স্লাভিস্টিক ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এবং ম্যানেজমেন্টে স্নাতক আনাস্তাসিয়া আগেও তার ইনস্টাগ্রামে সামরিক পোশাক পরে কিছু ছবি পোস্ট করেছিলেন। তবে সেগুলো তোলার উপলক্ষ ছিল আলাদা।
আক্রান্ত ইউক্রেনের সাহায্যে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর এগিয়ে আসার আশা ছিল দেশটির মানুষের। তবে রুশ হামলার তিন দিন পেরোলেও তেমন কিছুই ঘটেনি।
এ ধরনের ছবি শখের বশে তুলেছেন সাবেক মিস ইউক্রেন
সুন্দরী আনাস্তাসিয়া মনে বিষয়টি দাগ কেটেছে ভীষণ। ন্যাটোকে বিদ্রূপ করে লিখেছেন, ‘আমাদের সেনারা এমন বীরের মতো লড়ছে, তাতে মনে হচ্ছে ইউক্রেন সেনাবাহিনীতে ঢোকার জন্য শেষমেষ আবেদন করে বসতে পারে তারা (ন্যাটো)।’
আরেকটি পোস্টে তিনি সেনাদের সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির ছবি শেয়ার করে লিখেছেন, ‘সত্যিকারের একজন সাহসী নেতা।’
ইনস্টাগ্রামে আনাস্তাসিয়ার ফলোয়ার ৭৫ হাজার।
ইউক্রেনে বৃহস্পতিবার পুরোদমে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেদিন থেকেই ইনস্টাগ্রামে সোচ্চার সাবেক মিস গ্র্যান্ড ইউক্রেন।
একসময় তুরস্কে মডেলিংয়ের পাশাপাশি জনসংযোগ ব্যবস্থাপক পদে কাজ করেছেন আনাস্তাসিয়া। পাঁচ ভাষায় রীতিমতো দক্ষ এই তরুণী অনুবাদের কাজও করেন।