ইউক্রেনের সেনাবাহিনীর ফেসবুক পেজে বলা হয়, কিয়েভে আগ্রাসন চালানো রুশ সেনাদের মধ্যে সাড়ে তিন হাজারের বেশি সদস্য নিহত হয়েছে, বন্দি করা হয়েছে অন্তত ২০০ জনকে।
ইউক্রেনে চলমান অভিযানে সাড়ে তিন হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
ইউক্রেনীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে।
ইউক্রেনের সেনাবাহিনীর ফেসবুক পেজে বলা হয়, কিয়েভে আগ্রাসন চালানো রুশ সেনাদের মধ্যে সাড়ে তিন হাজারের বেশি সদস্য নিহত হয়েছে, বন্দি করা হয়েছে অন্তত ২০০ জনকে।
এতে আরও বলা হয়, ১৪টি বিমান, ৪টি হেলিকপ্টার এবং ১০২টি রুশ ট্যাংক ধ্বংস করা হয়েছে। বিবিসি অবশ্য এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। রাশিয়াও এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি।