ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন ও রাশিয়ার সাধারণ মানুষের জীবনকে প্রাধান্য দিতে দুই দেশের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রদর্শন সাময়িকভাবে স্থগিত রেখেছে টুইটার। প্রতিষ্ঠানটি বলছে, বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের সঠিক তথ্যের বিষয়ে বিভ্রান্ত করতে পারে।
আরটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এক বিবৃতিতে টুইটার বলেছে, ‘আমরা সাময়িকভাবে ইউক্রেন ও রাশিয়ার বিজ্ঞাপনগুলোকে স্থগিত করেছি, যাতে জনগণের নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যে বিজ্ঞাপন কোনো বিঘ্ন না ঘটায়।’
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনসংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত করে অনলাইন থেকে সরাতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
তাদের নতুন এই বিবৃতি অনলাইনে ইংরেজি, রুশ ও ইউক্রেনীয় ভাষায় প্রকাশিত হয়েছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর বৃহস্পতিবার ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে ১৩৭ ইউক্রেনীয় নিহত হয়েছে বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি। দ্বিতীয় দিনে কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। তৃতীয় দিন শনিবার রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে।
অভিযানের মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার মানুষ। এ সংঘাতে লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।