ইউক্রেনে রাশিয়ার হামলার আঁচ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গে। রাজ্যের বহু মেডিক্যাল শিক্ষার্থী ইউক্রেনে পড়তে গিয়ে আটকা পড়েছেন।
পূর্ব ইউরোপের দুই রাষ্ট্রের সংঘাতের মধ্যে পড়ে কয়েকজন দেশে ফিরতে পারলেও অনেকেই সেখান থেকে আসতে পারেননি। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা ছেলেমেয়েদের দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার অর্ণব মান্না ইউক্রেনের খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়েন। অর্ণব দেশে ফিরতে না পেরে আতঙ্কের মধ্যে রয়েছেন।
মহিষাদল থানার দেবজিৎ বর্মন কিয়েভ মেডিক্যাল ইউনিভার্সিটির ছাত্র বোম্বিং থেকে বাঁচতে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। উত্তর চব্বিশ পরগনা হাবড়া ১ নম্বর ব্লকের দেবাশিষ সাধুখাঁর মেয়ে স্বাগতা ইউক্রেনে আটকে রয়েছেন। স্বাগতা কিয়েভ মেডিক্যাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্রী ।
দেবাশিস বাবু বলেন, ‘মেয়ের খাবার শেষ হয়ে আসছে । খুবই আতঙ্কের মধ্যে রয়েছি । মেয়ে সুস্থভাবে দেশে ফিরে আসুক, এটাই প্রার্থনা।’
হাবড়ার জুলফিকার বিশ্বাসের মেয়ে ডাক্তারি পড়তে ইউক্রেনে রয়েছেন। জুলফিকার বলেন, ‘মেয়ে খুব কষ্টের মধ্যে রয়েছে । ওরা ভয়ে কান্নাকাটি করছে । বিস্ফোরণের শব্দে কেঁপে কেঁপে উঠছে বাড়িঘর জানালা। সকলের কাছে অনুরোধ করব, যে ভাবে হোক মেয়েকে ফিরিয়ে দিন।‘’
দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘির বাসিন্দা অর্ঘ্য, শিবশঙ্কর মাজীর একমাত্র ছেলে ডাক্তারি পড়তে গিয়েছেন ইউক্রেনে । সেখানে তিনি আটকে পড়েছেন । মেদিনীপুরের সবংয়ের সুশোভন বেরা বোম্বিং থেকে বাঁচতে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন।
দুর্গাপুরের দুই জমজ বোন রুমকি, ঝুমকি গঙ্গোপাধ্যায়, শিলিগুড়ির প্রীতম মালাকার তারা প্রত্যেকেই ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধাক্রান্ত ইউক্রেনে আটকে পড়েছেন।
বসিরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের অর্পণ মন্ডল ডিনিপ্র পেট্রোভ্যাদক্স মেডিক্যাল ইউনিভার্সিটি তৃতীয় বর্ষের ছাত্র । শুক্রবার তার দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় কবে দেশে ফিরতে পারবেন তার নিশ্চয়তা নেই। দুশ্চিন্তায় পরিবারের লোকেদের ঘুম ছুটেছে ।
অর্পণ বাড়িতে জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। হোস্টেল থেকে বেরিয়ে জানতে পারেন, রাশিয়া ইউক্রেনে হামলা করেছে। সুপারমার্কেটে মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস স্টক করতে ঝাঁপিয়ে পড়েছে। ভিড় আর ভিড়। এটিএম বন্ধ।দোকানে খাবার শেষ।
সব পরিবারের একটাই প্রার্থনা ছেলে-মেয়েরা যেন নির্বিঘ্নে দেশে ফিরে আসতে পারে।
ইউক্রেনে আটকে সোনারপুরের পুষ্পক মালাকার। ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার টিকিট কাটা থাকলেও ইউক্রেনের আকাশপথ বন্ধ করে দেয়ায় কবে বাড়ি ফিরতে পারবেন পুস্তকের জানা নেই।
টেরনোপিল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি পঞ্চম বর্ষের ছাত্র পুষ্পক বলেন, ‘টেরনোপিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই খাবার জল মজুদ করতে ঝাঁপিয়ে পড়েছে। মাঝেমধ্যে সাইরেন বেজে উঠছে। নেটওয়ার্ক সমস্যার জন্য বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আবেদন জানিয়েছেন । ইউক্রেনে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নবান্নে কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার।