বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুরো ইউক্রেন দখলের ইচ্ছা নেই: পুতিন

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৩৯

পুতিন জানিয়েছেন, ইউক্রেনে ভূখণ্ড দখল করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। ইউক্রেনের ‘আগ্রাসান’ থেকে দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের জনগণকে রক্ষা করার জন্য বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেয়ার পরই তিনি এ বার্তা দেন।

সামরিক অভিযান শুরুর পরও রাশিয়া দাবি করেছে, তারা পুরো ইউক্রেন দখল করতে চায় না, তবে তারা চায় দেশটির ‘নাৎসিমুক্তকরণ’ ও ‘অসামরিকায়ন’।ইউক্রেনে অভিযানের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আরটি।পুতিন জানিয়েছেন, পুরো ইউক্রেন দখল করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার।

ইউক্রেনের ‘আগ্রাসান’ থেকে দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের জনগণকে রক্ষা করার জন্য বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেয়ার পরই পুতিন এমন বার্তা দেন বলে জানিয়েছে আরটি।স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিজ ভাষণে পুতিন বলেন, ‘এ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে কিয়েভের শাসকদের হাতে গত ৮ বছর ধরে গণহত্যার শিকার হওয়া জনগণকে রক্ষা করা। একই সঙ্গে ইউক্রেন থেকে নাৎসিবাদ হটানো ও অসামরিকীকরণের অভিযানও এটি। এ ছাড়াও সাধারণ জনগণের ওপর যারা নানা ধরনের বর্বরতা ও জুলুম চালিয়ে আসছে, তাদের বিচারের সম্মুখীন করা।’রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভাষণে আরও বলেন, ‘ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা কারও ওপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পুতিন ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের অস্ত্র ছেড়ে ঘরে ফিরে যেতে বলেছেন। যেকোনো রক্তপাতের জন্য ইউক্রেন সরকারই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

পুতিন বলেন, তার বিশ্বাস রুশ সেনারা তাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করবেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা গেরাসচেঙ্কোর বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে রুশ সামরিক অভিযান শুরু হয়। এ ছাড়া বিমানঘাঁটি ও সামরিক সদরদপ্তরেও গোলা নিক্ষেপ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর