বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তেজনার মধ্যেই পূর্ব ইউক্রেনে বড় বিস্ফোরণ

  •    
  • ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:৩১

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের ফলে ভবনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্ফোরণে ভবনের জানালা ভেঙে যায়। বাইরে পার্ক করা একাধিক গাড়ির অ্যালার্ম বন্ধ হয়ে গেছে।

ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পূর্ব ইউক্রেনের মস্কোপন্থি বিদ্রোহীদের আবেদনে সাড়া দিয়ে দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে রাশিয়া। পাশাপাশি অঞ্চল দুটিতে মোতায়েন হবে রুশসেনা।

এর মধ্যেই আরটির বরাতে জানা গেছে পাওয়া গেছে, ইউক্রেনের মধ্য লুহানস্কে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) যুদ্ধবিরতি ও সীমানা রেখার স্থিতিশীলতাসংক্রান্ত জয়েন্ট সেন্টার ফর কন্ট্রোল অ্যান্ড কো-অর্ডিনেশন (জেসিসিসি) অফিসের ভবনের বাইরে বিস্ফোরণটি ঘটে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের ফলে ভবনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্ফোরণে ভবনের জানালা ভেঙে যায়। বাইরে পার্ক করা একাধিক গাড়ির অ্যালার্ম বন্ধ হয়ে গেছে। তবে ভিডিওটির যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, জেসিসিসির মিশনের প্রধান ও চার গাড়িচালক বিস্ফোরণে আহত হয়েছেন। মিশনের পক্ষ থেকে তাদের বর্তমান অবস্থা জানানো হয়নি।

পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিদ্রোহীরা অঞ্চলটিতে সাম্প্রতিক নাশকতা ও ব্যাপক গোলা নিক্ষেপের জন্য কিয়েভকে দায়ী করে আসছে।

ইউক্রেন অবশ্য ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। জোর দিয়ে বলেছে যে তার বিচ্ছিন্ন অঞ্চলটি জোর করে দখল করার কোনো পরিকল্পনা নেই।

ইউক্রেনের কর্মকর্তারাও বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন, যার মধ্যে কিয়েভকে দায়ী করার জন্য তাদের নিজস্ব অবকাঠামো উড়িয়ে দেয়াও রয়েছে।

এদিকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে রুশ অধ্যুষিত ইউক্রেনের দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব ইউক্রেনে ‘শান্তি বজায় রাখতে’ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার এ কর্মকাণ্ডে প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণাটি ‘ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিনা প্ররোচনায় লঙ্ঘন’ এবং এ ঘটনায় জাতিসংঘ ইউক্রেনের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ডাককেও সমর্থন করেছে দেশটি।

স্থানীয় সময় মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা মিত্রদের রাশিয়ার বিরুদ্ধে ‘শক্তিশালী ও কার্যকর’ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এর আগে ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া ছিনিয়ে নিয়ে নিজেদের মূল ভূখণ্ডে যুক্ত করে রাশিয়া। সে সময় থেকেই পূর্ব ইউক্রেনে সংঘাত চলছে। ইউক্রেন সেনা ও মস্কো সমর্থিত বিদ্রোহীদের সংঘাতে এ পর্যন্ত ১৪ হাজার মানুষ নিহত হয়েছেন। দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন আরও কয়েক লাখ।

এ বিভাগের আরো খবর