বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকার ভয়ে চড়লেন গাছে

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২১ ১৮:২২

টিকার ভয়ে ভারতের মধ্যবয়স্ক এক ব্যক্তি চড়ে বসলেন গাছে। স্বাস্থ্যকর্মীরা যতক্ষণ ছিলেন, ততক্ষণ গাছেই ছিলেন তিনি। স্থানীয় লোকজন ও স্বাস্থ্যকর্মীর শত অনুরোধও কাজে আসেনি। ব্যর্থ স্বাস্থ্যকর্মীরা একপর্যায়ে ফিরে যান।   

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত এবার ভাইরাসটি মোকাবিলায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বড় পরিসরে টিকাদান কর্মসূচির পাশাপাশি চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। কিন্তু কিছু মানুষ এসব পাত্তা দিতে চান না। টিকা নিতে তাদের দারুণ অনীহা।

কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরির একটি গ্রামে সম্প্রতি এমন একটি ঘটনার ডিভিও ভাইরাল হয়েছে।

আঞ্চলিক সরকার শতভাগ টিকা নিশ্চিতে বাড়ি বাড়ি পাঠাচ্ছে স্বাস্থ্যকর্মী। আর তাদের দেখে কনেরিকুপ্পম গ্রামের এক মধ্যবয়স্ক ব্যক্তি চড়ে বসলেন গাছে। স্বাস্থ্যকর্মীরা যতক্ষণ ছিলেন, ততক্ষণ গাছ থেকে নামানো যায়নি ওই ব্যক্তিকে। স্থানীয় লোকজন ও স্বাস্থ্যকর্মীর শত অনুরোধও কাজে আসেনি। ব্যর্থ স্বাস্থ্যকর্মীরা একপর্যায়ে সেখান থেকে চলে যান।

করোনার টিকা নিয়ে এমন ঘটনা আগেও ঘটেছে। টিকা না নিলে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজন করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিল ইতালি সরকার। এর পরই ঘটে এক অদ্ভুত ঘটনা।

ডিসেম্বরের শুরুতে তুরিন শহরের কাছে দাঁতের এক চিকিৎসক টিকা এড়াতে নকল হাত লাগিয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। কিন্তু ধরা পড়েন দক্ষ স্বাস্থ্যকর্মীর কাছে। সিলিকনের তৈরি হাতে শিরা খুঁজে না পেয়ে সন্দেহ হয় স্বাস্থ্যকর্মীর। ব্যাপক সামালোচনার মুখে পরে অবশ্য টিকা নিয়েছিলেন ওই চিকিৎসক।

বিশ্বজুড়ে তৃতীয় দফায় আঘাত হেনেছে করোনাভাইরাস। এবার ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। কারণ ওমিক্রন নিয়ে খুব একটা তথ্য হাতে নেই তাদের কাছে। এখন পর্যন্ত এই ধরন বিশ্লেষণ করে জানা গেছে, অতি সংক্রামক ভাইরাসটির প্রভাব মৃদু। প্রাণহানির দিক থেকে করোনার ডেল্টা ধরন থেকে অনেকটায় দুর্বল ওমিক্রন।

এ বিভাগের আরো খবর