বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

  •    
  • ২৫ নভেম্বর, ২০২১ ১৫:৪২

জঙ্গি সংগঠন আল শাবাব নিজেদের আন্দালুস রেডিওতে প্রচারিত এক বিবৃতিতে দাবি করেছে, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের প্রহরায় থাকা পশ্চিমা কর্মকর্তাদের গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শক্তিশালী বিস্ফোরণে প্রাণ গেছে কমপক্ষে আটজনের। নিহতদের মধ্যে আছে স্কুলপড়ুয়া শিশুও।

টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশনের (টিআরটি) প্রতিবেদনে বলা হয়, মোগাদিসুর ব্যস্ত একটি এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হয় এ বিস্ফোরণ। এলাকাটির আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়।

বিস্ফোরণে একটি স্কুলের আংশিক উড়ে গেছে। ভাঙা ছাদ আর কাঠের বেঞ্চের ফাঁক দিয়ে জীবিত শিক্ষার্থীদের খোঁজার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদম হাসান জানান, বিস্ফোরণে আহত হয়েছে ১৭ জন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নেয়া হচ্ছে।

এ ঘটনায় হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত সোমালীয় জঙ্গি সংগঠন আল শাবাব।

সংগঠনটির আন্দালুস রেডিওতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের প্রহরায় থাকা পশ্চিমা কর্মকর্তাদের গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

কিন্তু ঘটনার এক প্রত্যক্ষদর্শী হাসান আলী বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, হামলার ঘটনাস্থলে বেসরকারি একটি নিরাপত্তা সংস্থার সদস্যরা ছিলেন। চারজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানান তিনি।

কীভাবে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।

রাজনৈতিক ও নিরাপত্তার প্রশ্নে ভবিষ্যৎ নিয়ে দোলাচলে থাকার মধ্যেই সোমালিয়ায় এ হামলা হলো।

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশন সমাপ্ত হওয়ার কথা থাকলেও মিশনের মেয়াদ বাড়ানো হতে পারে। সোমালিয়ার নিরাপত্তা বাহিনীগুলো এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত নয় বলে মনে করে আফ্রিকান ইউনিয়ন।

চলতি বছরই সোমালিয়ায় শান্তিরক্ষা মিশন সমাপ্ত ও সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

দীর্ঘ বিলম্বের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সোমালিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল, যা আবার পিছিয়েছে। বর্তমান পরিস্থিতিতে আগামী বছরের আগে দেশটিতে নির্বাচন হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এ বিভাগের আরো খবর