বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়িতে ইলেক্ট্রিক কার চার্জার রাখার আইন করল যুক্তরাজ্য

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ নভেম্বর, ২০২১ ০২:১৩

ভলভো ও জাগুয়ারের মতো বিশ্বখ্যাত কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও ২০৩০ সালের মধ্যে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি নির্মাণ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।

নতুন একটি আইন করেছে ব্রিটিশ সরকার। এই আইনের ফলে যুক্তরাজ্যের ইংল্যান্ডে এখন থেকে নতুন বাড়ি করলেই এতে থাকতে হবে ইলেক্ট্রিক কার চার্জার। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক ঘোষণায় এ কথা জানান।

বিবিসি জানিয়েছে, কপ-২৬ সম্মেলনের সঙ্গে একাত্ম হয়ে ২০৩০ সালের মধ্যে দেশে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। এরপর থেকে দেশটিতে শুধু বিদ্যুৎচালিত গাড়ি বেচা-কেনা হবে। এ লক্ষ্যে তারা সারা দেশে প্রতিবছর অন্তত ১ লাখ ৪৫ হাজার ইলেক্ট্রিক কার চার্জার স্থাপনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ইতোমধ্যে আইনও পাশ করা হয়েছে।

এর ফলে নতুন কোনো সুপার মার্কেট, অফিস, আদালত ও ভবন তৈরি করলেই এতে ইলেক্ট্রিক কার চার্জার রাখা এখন থেকে বাধ্যতামূলক।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক উষ্ণতা কমাতে দেশের অর্থনীতিকে সবুজ শিল্প বিপ্লবে রূপান্তর করার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। নতুন আইন তারই ধারবাহিকতা।

এদিকে, ভলভো ও জাগুয়ারের মতো বিশ্বখ্যাত কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও ২০৩০ সালের মধ্যে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি নির্মাণ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। এর পর থেকে তাদের নির্মিত সব গাড়িই হবে বিদ্যুৎচালিত। তবে, ভক্সওয়াগন, টয়োটা, রিনাল্ট, নিশান ও হুন্দাইয়ের মতো বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ২০৩৫ সালের মধ্যে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি নির্মাণ বন্ধে কপ-২৬ জলবায়ু সম্মেলনের সঙ্গে একাত্ম হতে পারেনি।

এ বিভাগের আরো খবর