যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোর রাস্তায় কাঁড়ি কাঁড়ি ডলার পড়ে আছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে সেসব ডলার কুড়িয়ে নিচ্ছেন অসংখ্য যাত্রী। অনেকেই আবার ডলার কুড়ানোর দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে দিতেও ব্যস্ত।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ডলার না কুড়ানোর অনুরোধ জানাতে থাকে সবাইকে।
অবশ্য ততক্ষণে অনেকেই মুঠোয় মুঠোয় ডলার কুড়িয়ে নিয়ে চম্পট দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। যার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।
ভিডিওতে কয়েকজন তরুণ-তরুণীকে হুড়োহুড়ি করে ডলার কুড়াতে দেখা যায়। কয়েকজন আবার ডলার কুড়িয়ে সেটি আকাশের দিকে ছুড়ে ফেলছেন আর উল্লাস করছেন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাস্তা দিয়ে একটি ব্যাংকের ডলার বহনকারী গাড়ি যাওয়ার সময়, হঠাৎ তার দরজা খুলে গেলে এসব ডলার পড়তে থাকে। বিষয়টি গাড়িটিতে থাকা ব্যক্তিরা প্রথমে খেয়াল করেননি।
বিষয়টি নিয়ে পরে সংবাদ সম্মেলন করে সান ডিয়েগোর হাইওয়ে পুলিশ।
যারা ডলার কুড়িয়েছে তাদের পুলিশ স্টেশনে হাজির হয়ে সেগুলো ফেরত দেয়ার আহ্বান জানানো হয়।
সেগুলো চুরি করা হয়েছে উল্লেখ করে হাইওয়ে পুলিশের সার্জেন্ট কার্টিস মার্টিন বলেন, ‘যারা ডলার কুড়িয়েছেন আমি বা আমরা তাদের দরজায় কড়া নাড়ার আগেই সেগুলো আমাদের ফেরত দেবেন। অন্যথায় আমাদের হাতে ভিডিও রয়েছে; সেগুলো দেখে ব্যবস্থা নেব আমরা।’
এরই মধ্যে ডলার কুড়ানো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অসংখ্য ডলার উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।