বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০ বছরে এক হাজার পারমাণবিক অস্ত্র মজুত করবে চীন

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ১৯:৪৭

২০৫০ সালের মধ্যে চীনের সশস্ত্র বাহিনী বৈশ্বিক শক্তিতে পরিণত হবে বলে প্রকাশ্যেই ঘোষণা করেছেন চীনা নেতারা। বেইজিংয়ের এ পদক্ষেপকে দেখা হচ্ছে আঞ্চলিক সক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনী হিসেবে।

২০৩০ সালের মধ্যে চীনের ভাণ্ডারে পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে এক হাজারে। এক বছর আগের অনুমানের চেয়েও চীনের অস্ত্রভাণ্ডার আড়াই গুণ বেশি শক্তিশালী হতে যাচ্ছে বলে আভাস পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

এক বছর আগের প্রতিবেদনে পেন্টাগন বলেছিল, চীনের প্রায় ২০০ পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে যা চলতি দশকের শেষে দ্বিগুণ হবে।

পেন্টাগনের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, পূর্বানুমানের চেয়েও অনেক বেশি গতিতে পারমাণবিক অস্ত্রভাণ্ডারের পরিধি বাড়াচ্ছে চীন। পারমাণবিক অস্ত্র মজুতের দিক থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পার্থক্য দ্রুতই কমিয়ে ফেলছে বেইজিং।

পেন্টাগনের বুধবারের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের মধ্যে চীনের ভাণ্ডারে যুদ্ধের জন্য প্রস্তুত পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৭০০-তে পৌঁছাবে। পরবর্তী তিন বছরে যোগ হবে আরও ৩০০ অস্ত্র।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে তিন হাজার ৭৫০টি বড় পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে, যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই দেশটির। ভূমি বা সমুদ্রপৃষ্ঠ আর বোমারু নৌবহর থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইলের মাধ্যমে আঘাত হানতে সক্ষম এসব যুদ্ধাস্ত্র।

পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণযোগ্য ভূমি, সমুদ্র ও আকাশভিত্তিক সরঞ্জাম তৈরি ও বৃদ্ধি করছে চীন। একই সঙ্গে পারমাণবিক শক্তিবৃদ্ধিতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণেও বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে চীন।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে চীনের সামরিক অগ্রগতির বিষয়ে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে পেন্টাগন। তাতেই উঠে এসেছে এসব তথ্য।

বর্তমানে বিশ্বে পারমাণবিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধকরণের দৌড়ে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, তারপর রাশিয়া। পারমাণবিক অস্ত্র সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশ দুটির সঙ্গে ‘পরমাণু ত্রিভুজ’ সম্পর্কে জড়ানোর পথে চীন।

সম্প্রতি শব্দের গতিতে ছুটতে সক্ষম ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের’ সফল পরীক্ষা চালায় চীন। প্রতিক্রিয়ায় চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ জানায় বিশ্ব সম্প্রদায়।

২০৫০ সালের মধ্যে চীনের সশস্ত্র বাহিনী বৈশ্বিক শক্তিতে পরিণত হবে বলে প্রকাশ্যেই ঘোষণা করেছেন চীনা নেতারা। বেইজিংয়ের এ পদক্ষেপকে দেখা হচ্ছে আঞ্চলিক সক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনী হিসেবে।

এ বিভাগের আরো খবর