যুক্তরাজ্যে একটি গির্জার ভেতরে ডেভিড অ্যামেস নামের রক্ষণশীল এক আইনপ্রণেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তিনি প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছিলেন এবং সেখানেই মারা যান।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের পূর্বাঞ্চলে নিজ আসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন ৬৯ বছর বয়সী অ্যামেস। সাউথ এসেক্সের লেই অন-সি এলাকার বেলফেয়ার্স মেথোডিস্ট চার্চে বৈঠক চলাকালীন তার ওপর হামলা হয়।
স্থানীয়দের সঙ্গে অ্যামেসের কথা বলার সময় এক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার ওপর হামলা চালান এবং উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং এ ঘটনায় আর কেউ সম্পৃক্ত আছে বলে মনে করছে না।
অ্যামেসের প্রাথমিক চিকিৎসা চলার সময় স্থানীয় কাউন্সিলর জন ল্যাম্ব সংবাদমাধ্যমকে বলেন, ‘অ্যামেসের দেহে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ক্ষত কতটা গুরুতর তা আমরা এখনও জানতে পারিনি। তবে অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না।’
১৯৮৩ সাল থেকে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন অ্যামেস।
তার ওপর হামলার কারণ বা হামলাকারীর নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনার তদন্তে যোগ দিয়েছে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী ইউনিট।
অ্যামেসের জন্য শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন ইংল্যান্ডের বিভিন্ন স্তরের রাজনীতিবিদ ও নেতারা।
ব্রিটিশ রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনা বিরল হলেও নজিরবিহীন নয়।
২০১৬ সালের জুনে লেবার পার্টির আইনপ্রণেতা কো কক্সকে ধারালো অস্ত্রের আঘাতে এবং গুলি করে হত্যা করা হয়। ২০১০ সালে লেবার পার্টিরই আরেক আইনপ্রণেতা স্টিফেন টিমসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।