বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গণ-অভ্যুত্থানের ডাক পাঞ্জশির নেতা মাসুদের

  •    
  • ৬ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫১

সংবাদমাধ্যমকে পাঠানো অডিও বার্তায় জনগণের উদ্দেশে পাঞ্জশিরের নেতা আহমেদ মাসুদ বলেন, ‘যেখানেই অবস্থান করুন না কেন, মাতৃভূমির আত্মমর্যাদা, স্বাধীনতা ও সমৃদ্ধির জন্য জাতীয় গণ-অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়ুন।’

তালেবানের বিরুদ্ধে দেশজুড়ে গণ-অভ্যুত্থানের ডাক দিয়েছেন আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে চলমান প্রতিরোধ আন্দোলনের নেতা আহমেদ মাসুদ।

আফগান জনগণের উদ্দেশে সোমবার তিনি এ ডাক দেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদমাধ্যমকে পাঠানো অডিও বার্তায় জনগণের উদ্দেশে পাঞ্জশিরের নেতা মাসুদ বলেন, ‘যেখানেই অবস্থান করুন না কেন, মাতৃভূমির আত্মমর্যাদা, স্বাধীনতা ও সমৃদ্ধির জন্য জাতীয় গণ-অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়ুন।’

১৫ আগস্ট তালেবানের হাতে কাবুল পতনের পর কয়েক হাজার স্থানীয় মিলিশিয়া, আফগান সেনাবাহিনী ও বিশেষ বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে পাঞ্জশিরে জাতীয় প্রতিরোধ বাহিনী (এনআরএফএ) গড়ে তোলেন স্থানীয় নেতা মাসুদ।

আশির দশকে সোভিয়েত ও নব্বই দশকে তালেবানবিরোধী লড়াইয়ে আফগানিস্তানের আলোচিত যোদ্ধা ছিলেন মুজাহিদীন কমান্ডার প্রয়াত আহমেদ শাহ মাসুদ। তারই ছেলে আহমেদ মাসুদ।

কাবুল পতনের আগে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টিই তালেবান দখল করতে পারলেও পাঞ্জশির তারা দখল করতে পারেনি।

শুধু এবার নয়, আফগানিস্তানে তালেবান প্রতিষ্ঠার পর আজ পর্যন্ত ওই প্রদেশ কখনও তালেবানের দখলে যায়নি।

ভৌগোলিক অবস্থানগত সুবিধা ও স্থানীয়দের চরম তালেবানবিরোধী মনোভাব পাঞ্জশিরকে অনেকটা অজেয় দুর্গে পরিণত করেছে।

পাঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে স্থানীয় বিদ্রোহীদের অবস্থান। ছবি: এএফপি

তবে এবার অজেয় পাঞ্জশির দখলে মরিয়া তালেবান। এখন পর্যন্ত হাতের মুঠোয় না আসা প্রদেশটি দখলে সপ্তাহখানেক ধরে এনআরএফএর বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হচ্ছে সংগঠনটির।

সংঘর্ষে গত কয়েক দিনে উভয় পক্ষে শতাধিক মানুষের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

এদিকে সোমবার তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে পাঞ্জশির দখলের ঘোষণা দেন।

বিবৃতিতে মুজাহিদ বলেন, ‘এ বিজয়ের মধ্য দিয়ে দেশ কঠিন এক যুদ্ধ থেকে মুক্ত হলো।’

এদিকে আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, পাঞ্জশিরে যুদ্ধ থামিয়ে আলোচনায় বসতে তালেবানকে আহ্বান জানিয়েছেন দেশটির ধর্মীয় নেতারা।

এ বিষয়ে মাসুদ জানান, ওলামা কাউন্সিলের মধ্যস্থতায় তালেবানের সঙ্গে আলোচনা হতে পারে। এতে উভয় পক্ষে বেশ কয়েকজন প্রতিনিধি রাখা যেতে পারে।

রোববার মাসুদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘এনআরএফএ চলমান সমস্যাগুলো সমাধানে নীতিগতভাবে সম্মত হয়েছে। দ্রুত যুদ্ধের শেষ চাচ্ছে, সেই সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায়।

‘দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিতে পাঞ্জশির ও পার্শ্ববর্তী আন্দারাবে তালেবানের হামলা এবং সামরিক তৎপরতা বন্ধের শর্তে এনআরএফএ যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত।’

এ বিভাগের আরো খবর