বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেগাসাস: মোদিকে আক্রমণ বিশ্ব হিন্দু পরিষদ নেতার

  •    
  • ২৫ জুলাই, ২০২১ ২০:৫৩

বিশ্ব হিন্দু পরিষদের নেতা তোগাড়িয়া বলেন, ‘দেশের কোনো রাজনৈতিক দলের নেতা বা দেশভক্ত কোনো সাধারণ নাগরিকের ফোনে আড়ি না পেতে সরকার যদি পাকিস্তানি এজেন্টদের ফোনে ঠিকঠাক আড়ি পাততে পারত, তাহলে পুলওয়ামার মতো ঘটনা হতো না।’

ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে মোবাইল ফোনে আড়িপাতার ঘটনায় বিরোধীদের সুরে সুর মিলিয়ে নরেন্দ্র মোদি সরকারের মুণ্ডুপাত করেছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া।

সম্প্রতি বিশ্বের ১৭টি সংবাদমাধ্যম ও ওয়েবসাইট ভারতীয়সহ অনেকের ফোনে আড়িপাতার কাণ্ড সামনে আনে।

এরপর থেকে দেশ উত্তাল। রাজনীতি সরগরম। সংসদ লণ্ডভণ্ড। তৃণমূল, কংগ্রেস, ডিএমকে, শিবসেনা, বামসহ অন্য দলগুলো আড়িপাতার কাণ্ডে তদন্তের দাবি জানিয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি করেছে তৃণমূল। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধী বিভিন্ন দল।

পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখন আন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদের সভাপতি তোগাড়িয়া বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘ওরা যখন ক্ষমতায় ছিলেন না তখন আমাদের বড্ড পছন্দ করতেন।

‘ক্ষমতায় এসে আমাদের আর দেখতে পারেন না। তবে আমাদের কথা শুনতে খুব পছন্দ করেন বোঝা যাচ্ছে। সেই কারণেই তো ফোনে আড়ি পেতেছেন।

‘তবে দেশের কোনো রাজনৈতিক দলের নেতা বা দেশভক্ত কোনো সাধারণ নাগরিকের ফোনে আড়ি না পেতে সরকার যদি পাকিস্তানি এজেন্টদের ফোনে ঠিকঠাক আড়ি পাততে পারত, তাহলে পুলওয়ামার মতো ঘটনা হতো না।’

তিনি আরও বলেন, ‘দেশের কোনো রাজনৈতিক নেতা, সাংবাদিক বা সমাজকর্মীরা বিপদের কারণ নয়। বিপদের কারণ পাকিস্তানের এজেন্টরা।

‘ওই এজেন্টদের ফোনে আড়ি না পেতে সরকার দেশভক্তদের ফোনে আড়ি পাতছে।’

কোনো রাখঢাক না রেখে তোগাড়িয়া বলেন, ‘নরেন্দ্র মোদি ও অমিত শাহর সঙ্গে আমার যে কথা হয়েছে, তা হাজার ঘণ্টা পার করে যাবে। এখন তাদের লুকিয়ে আমার কথা শুনতে হচ্ছে ! বিষয়টা বোধগম্য না।’

তোগাড়িয়া আরও বলেন, ‘ইসরায়েলি যে সংস্থার স্পাইওয়্যার নিয়ে কথা হচ্ছে তারা জানিয়েছে, তাদের এ সফটওয়্যার শুধু সরকারকেই দেয়া হয়।

‘কোনো বেসরকারি সংস্থা এটা পেতে পারে না। তাহলে ফোনে আড়িপাতার পেছনে কারা? এ সফটওয়্যার কিনতে বহু টাকা লাগে। এত টাকা কারা দিচ্ছে? সব জানতে সরকারের উচিত তদন্তের নির্দেশ দেয়া।’

বেশ কিছুদিন ধরে মোদি ও অমিত শাহর সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক তোগাড়িয়ার।

অথচ একসময় মোদির বন্ধু হিসেবে পরিচিত ছিলেন তোগাড়িয়া।

বিশ্ব হিন্দু পরিষদের প্রধান হিসেবে কর্মরত থাকার সময় মোদির সঙ্গে তার সখ্য কারও অজানা নয়। বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ পদ থেকে তাকে সরিয়ে দিতেই সম্পর্কের অবনতি হয়।

বেশ কয়েক বছর ধরে মোদি-শাহর নিন্দায় মুখ খুলেছেন তোগাড়িয়া।

এবার পেগাসাস আড়িপাতা কাণ্ডে তোগাড়িয়া তদন্তের দাবি জানায় বিরোধীরা বাড়তি অস্ত্র হাতে পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এ বিভাগের আরো খবর