বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্যালকম পাউডারের সঙ্গে ২৮৩ কেজি হেরোইন

  •    
  • ৬ জুলাই, ২০২১ ১১:২০

মুম্বাইয়ের নাভি এলাকার জওহরলাল নেহরু বন্দর থেকে সড়কপথে পাঞ্জাব প্রদেশে অবৈধ চালানটি পাঠানোর কথা ছিল। ডিআরআই জানিয়েছে, দুটি কন্টেইনারে ট্যালকম পাউডারের সঙ্গে লুকানো ছিল এসব হেরোইন।

ভারতের মুম্বাইয়ে সমুদ্র উপকূল থেকে মাদকের বিশাল একটি চালান আটক করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এতে রয়েছে ২৮৩ কেজি হেরোইন।

ডিআরআইয়ের দাবি, ভারতীয় মুদ্রায় হেরোইনের আনুমানিক মূল্য প্রায় দুই হাজার কোটি রুপি।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বিপুল পরিমাণ মাদকের এ চালানটি ভারতের সমুদ্রসীমায় আটক হয় সোমবার। ইরান থেকে চোরাইপথে পাঠানো হয়েছে এ চালান।

ভারতে সম্প্রতি হেরোইনের সবচেয়ে বড় চালান আটকের ঘটনা এটি।

মুম্বাইয়ের নাভি এলাকার জওহরলাল নেহরু বন্দর থেকে সড়কপথে পাঞ্জাব প্রদেশে অবৈধ চালানটি পাঠানোর কথা ছিল।

ডিআরআই জানিয়েছে, দুটি কন্টেইনারে ট্যালকম পাউডারের সঙ্গে লুকানো ছিল এসব হেরোইন।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পাঞ্জাবের তারান তার্ন এলাকা থেকে মাদক সরবরাহকারী প্রাভজিত সিংকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় মধ্যপ্রদেশ থেকে আটক হয়েছে আরও দুইজন।

গত সপ্তাহে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৬ কোটি রুপির হেরোইনসহ সাউথ আফ্রিকার দুই নাগরিককে আটক করে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ছয় মাসে একই বিমানবন্দর থেকে ৬০০ কোটি রুপির হেরোইন জব্দ করা হয়েছে।

গত বছরের আগস্টে মুম্বাইয়ের শুল্ক বিভাগ ও ডিআরআই ১৯১ কেজি হেরোইন জব্দ করে, যার আনুমানিক মূল্য এক হাজার কোটি রুপি ছিল বলে জানিয়েছিল পুলিশ।

ওই চালানটি আফগানিস্তান থেকে এসেছিল বলে ধারণা করা হয়।

এ বিভাগের আরো খবর