বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশু সেনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখ্যান তুরস্কের

  •    
  • ৩ জুলাই, ২০২১ ১৯:৩৩

সিরীয় কুর্দিশ যোদ্ধাদের যুক্তরাষ্ট্রের সহায়তার দিকে বিবৃতিতে ইঙ্গিত দেয় তুরস্ক। যুক্তরাষ্ট্রের এ অবস্থানকে ‘প্রতারণা ও ভণ্ডামিপূর্ণ’ হিসেবেও অভিহিত করে দেশটি।

শিশুদের সেনা হিসেবে ব্যবহার করা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

এতে বলা হয়, সিরিয়ায় সশস্ত্র এক মিলিশিয়া বাহিনীকে অস্ত্রশস্ত্র ও আর্থিক সহায়তা দিচ্ছে তুরস্ক। ওই বাহিনী শিশুদের যুদ্ধক্ষেত্রে সেনা হিসেবে ব্যবহার করে।

যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদন শুক্রবার রাতে এক বিবৃতির মাধ্যমে প্রত্যাখ্যান করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, সিরীয় কুর্দিশ যোদ্ধাদের যুক্তরাষ্ট্রের সহায়তার দিকে বিবৃতিতে ইঙ্গিত দেয় তুরস্ক।

যুক্তরাষ্ট্রের এ অবস্থানকে ‘প্রতারণা ও ভণ্ডামিপূর্ণ’ হিসেবেও অভিহিত করে দেশটি।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়, মূলত কুর্দিশ মিলিশিয়া নিয়ে গঠিত সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) শিশুদের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, তাদের নির্যাতনও করে। এ নিয়ে জাতিসংঘ একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, কুর্দিশ যোদ্ধারা তিন দশকের বেশি সময় ধরে তুরস্ক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে। সন্ত্রাসী হিসেবেই তাদের দেখা হয়।

সিরীয় কুর্দিশ যোদ্ধাদের প্রতি সমর্থন ও সহায়তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের অন্যতম কারণ বলে মনে করে তুরস্ক।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্ক, পাকিস্তানসহ ১৫টি দেশের বিরুদ্ধে শিশুদের সেনা হিসেবে ব্যবহারের অভিযোগ আনে।

এর ফলে সামরিক সহায়তা ও জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করা দেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর