আবার ড্রোন। রোববার রাত ৩টার দিকে জম্মুর কালুচকে দুটি ড্রোনকে আকাশে উড়তে দেখা যায়।
এই কালুচকেই ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে।
সেনা জওয়ানরা গুলি করে ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করেন।
ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, ড্রোন দুটি লক্ষ্য করে প্রায় ২৫ রাউন্ড গুলি চালানো হয়। তবে সেগুলোর নাগাল পাওয়া যায়নি।
সেনারা গুলিবৃষ্টি শুরু করতেই ড্রোন দুটি অন্ধকারে মিলিয়ে যায়। সেগুলোর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
শনিবার রাত ২টার কিছু আগে জম্মুতে বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন থেকে বিস্ফোরক ফেলার পর রোববার রাতের এ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
শনিবার ৫ মিনিটের ব্যবধানে দুটি ড্রোন জম্মুর ভারতীয় বিমানবাহিনীর স্টেশনে প্রায় ৪ কেজি ইম্প্রোভাইসড ডিভাইস (আইইডি) বিস্ফোরক ফেলে দিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
নিরাপত্তা এজেন্সির সূত্রমতে, সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো ব্যবহার করা হয়েছিল এবং একটি ‘উচ্চ গ্রেড’ বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে প্রমাণ রয়েছে।