পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে মন্তব্য করার কোনো অধিকার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
ইমরানের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় বুধবার সাংবাদিকদের তিনি ওই কথা বলেন।
ডনের প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে সাক্ষাৎকার দেন ইমরান।
সেখানে তিনি বলেন, ‘কাশ্মীর নিয়ে মীমাংসায় পৌঁছানো গেলেই ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ সভ্য মানুষের মতো বসবাস করা শুরু করবে। আমাদের পরমাণু অস্ত্রের দরকার পড়বে না।’
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম বলেন, ‘ইমরান পাকিস্তানের জনগণের প্রতিনিধিত্ব করেন না। তাকে মনোনীত করা হয়েছে। দেশের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো কথা তিনি বলতে পারেন না।’
মরিয়ম আরও বলেন, ‘পাকিস্তানের পরমাণু কর্মসূচির অভিভাবক ইমরান নন; বরং দেশের জনগণ এর অভিভাবক।
‘কাশ্মীর নিয়েও প্রধানমন্ত্রী মন্তব্য করতে পারেন না। পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করে এর পরমাণু কর্মসূচি। এটি না থাকলে শুধু কাশ্মীর নয়, অন্য আরও অনেক বিষয় সামলানো লাগত।’
এর আগে মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্টে পরমাণু কর্মসূচি নিয়ে ইমরানের মন্তব্যের সমালোচনা করেন নওয়াজ শরীফের দল পিএমএল-এনের নেতারা।
তাদের অভিযোগ, পাকিস্তানকে পরমাণু কর্মসূচি থেকে সরানোর ‘বিদেশি এজেন্ডা’ বাস্তবায়ন করতে ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরানকে ক্ষমতায় বসানো হয়েছে।
পিএমএল-এনের মহাসচিব আহসান ইকবাল বলেন, ‘পাকিস্তানের পরমাণু কর্মসূচি আলোচনাযোগ্য, এটি বলার অধিকার প্রধানমন্ত্রীকে কে দিয়েছে?
‘থলের বিড়াল এখন বেরিয়ে পড়েছে। পাকিস্তানের পরমাণু কর্মসূচি কমাতে ইমরান খানকে ক্ষমতায় আনা হয়েছে। এটি বিদেশি দাতাদের এজেন্ডা।’