আফগানিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের ভূ-খণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে শনিবার ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইমরান বলেন, ‘আমরা কোনোভাবে পাকিস্তানে যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি করতে দেব না। আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের অভ্যন্তরীণ অঞ্চল ব্যবহার করা যাবে না। যুক্তরাষ্ট্রকে এমন অনুমতি দেয়ার প্রশ্নই ওঠে না।’
আল-কায়েদা, আইএস বা তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) অভিযান চালাতে দেশটির সরকারকে অনুমতি দেয়া হবে কি না, সাক্ষাৎকারের একপর্যায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে এ প্রশ্ন করেন সাংবাদিক জোনাথান সোয়ান।
জবাবে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই তাদের অভিযানের স্বার্থে পাকিস্তানের মাটি ব্যবহার করতে না দেয়ার কথা জোর দিয়ে বলেন ইমরান।
সম্প্রতি পাকিস্তানের সংসদে দেয়া ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালাতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে দেশটির তথ্যমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইনও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির সম্ভাবনার কথা উড়িয়ে দেন। তিনি বলেন, সব ঘাঁটি পাকিস্তান তার নিজের স্বার্থেই ব্যবহার করবে।
তথ্যমন্ত্রী ফাওয়াদ হুসেইন আরও বলেন, “পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রের ‘ড্রোন নজরদারি’ কার্যক্রম বন্ধ করেছে।
‘পাকিস্তানের সব বিমানঘাঁটি দেশের কাজে ব্যবহার করা হচ্ছে। এ মুহূর্তে এ সংক্রান্ত কোনো আলোচনা হচ্ছে না। কোনো দেশকেই পাকিস্তান তার বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না।’