ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মহানবী হজরত মোহাম্মদের সমর্থনে ফিলিস্তিনিদের মিছিলে হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন তিনজন।
মিডল ইস্ট আই ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পূর্ব জেরুজালেমে কট্টর ইহুদি জাতীয়তাবাদীরা তাদের শোভাযাত্রায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করে।
ওই সময় ‘মহানবী মোহাম্মদ মৃত’, ‘আরবরা মরুক’, ‘শিগগিরই ২য় নাকবা (ভূমি থেকে উৎখাত) আসছে’, ‘শরণার্থী শিবিরেই তোমাদের (ফিলিস্তিনি) জীবন শেষ হবে’, ‘তোমাদের গ্রাম পুড়ে যাক’ স্লোগান দেয়া হয়।
এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর মহানবীর সমর্থনে আল-আকসা থেকে আদি জেরুজালেমের দামেস্ক গেট পর্যন্ত বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেয় ফিলিস্তিনি মুসল্লিরা।
কর্মসূচির অংশ হিসেবে নামাজ শেষে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিরা জড়ো হলে মসজিদের অন্যতম প্রবেশপথ বাব আল-সিলসিলা দিয়ে ইসরায়েল বাহিনী ঢোকে।
ওই সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে থাকা হাজার হাজার মুসল্লির ওপর স্টিল বুলেট, কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।
Israeli forces shot Middle East Eye journalist Latifeh Abdelatif in the knee with a rubber-coated bullet as they raided Jerusalem’s al-Aqsa Mosque on Friday. pic.twitter.com/YtnjPCm7rP
— Middle East Eye (@MiddleEastEye) June 18, 2021হামলার সময় লাতিফেহ আবদেললাতিফ নামে মিডল ইস্ট আইয়ের এক নারী সাংবাদিকের হাঁটুতে রাবার বুলেট ছোড়ে ইসরায়েল। আহত সাংবাদিককে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে ফিলিস্তিন রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার অধিকৃত গাজা উপত্যকার বেইতা শহরের কাছে ইসরায়েলি বাহিনীর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ৪৭ ফিলিস্তিনি আহত হয়।
If this ain't racism, then what is it?#Jerusalem pic.twitter.com/PhLdNV0r5a
— Muhammad Smiry (@MuhammadSmiry) June 16, 2021