বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনের গোয়েন্দা কর্মকর্তাসহ নিহত ৩

  •    
  • ১০ জুন, ২০২১ ১৬:৪৭

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গোয়েন্দা কর্মকর্তাদের একজন ২৩ বছর বয়সী আধাম ইয়াসের আলাউয়ি ও ৩২ বছর বয়সী তায়সির ইসা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের শনাক্ত করেছে। নিহতদের মধ্যে তৃতীয় ব্যক্তি জামিল আল-আমুরি ইসরায়েলের জেলে বন্দি ছিলেন।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে গোপন অভিযান চালিয়ে কমপক্ষে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) দুই সামরিক গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন।

পশ্চিম তীরের জেনিন শহরে বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে পিএর কর্মকর্তারা জানিয়েছেন।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গোয়েন্দা কর্মকর্তাদের একজন ২৩ বছর বয়সী আধাম ইয়াসের আলাউয়ি ও ৩২ বছর বয়সী তায়সির ইসা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের শনাক্ত করেছে। নিহতদের মধ্যে তৃতীয় ব্যক্তি জামিল আল-আমুরি ইসরায়েলের জেলে বন্দি ছিলেন।

ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের অভিযানে ২৩ বছর বয়সী ফিলিস্তিন কর্মকর্তা মুহাম্মদ আল-বাজৌর গুরুতর আহত হন। তাকে ইসরায়েলের এক হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাবেক কারবন্দি আল-আমুরি ফিলিস্তিন ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্য ছিলেন।

তবে নিহত আল-আমুরির ইসলামিক জিহাদের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেননি ফিলিস্তিনের কর্মকর্তারা।

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল-জাজিরার সাংবাদিক হ্যারি ফসেট বলেন, বেসামরিক এক গাড়িতে গোপন অভিযানটি চালানো হয়। ফিলিস্তিন ইসলামিক জিহাদের সদস্যরা ছিলেন ইসরায়েলি বাহিনীর লক্ষ্য।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযানে উইসাম আবু জাইদ নামে আরেক ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায় ইসরায়েল।

এদিকে গোয়েন্দা কর্মকর্তাসহ ফিলিস্তিনি নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনা। আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের হামলা বন্ধে হস্তক্ষেপেরও আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরো খবর