ভারতের গোয়ায় একটি হাসপাতালে অক্সিজেন সংকটে চার দিনে ৭৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গোয়ার সাবেক উপমুখ্যমন্ত্রী বিজয় সারদেশাই জানান, বৃহস্পতিবার গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাত ১টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মারা গেছেন ১৩ জন, বৃহস্পতিবার প্রথম প্রহরে মারা গেছেন ১৫ জন, বুধবার মৃত্যু হয়েছে ২০ জনের, মঙ্গলবার রাত ২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। এ সপ্তাহে হাসপাতাল পরিদর্শনের পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রামোদ সাওয়ান্ত জানিয়েছিলেন, রাজ্যে অক্সিজেনের কোনো ঘাটতি নেই। বিষয়টি হাইকোর্টের তদন্তও চেয়েছিলেন তিনি, যদিও করোনা মোকাবিলা নিয়ে ইতিমধ্যে একাধিক শুনানি চলছে।
এনডিটিভি জানিয়েছে, গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোনো বিছানাই ফাঁকা নেই। নতুন যারা আসছেন, তাদের জায়গা হচ্ছে মেঝেতে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন বলেন, ‘আমরা একটা হুইলচেয়ারের জন্য আট ঘণ্টা অপেক্ষা করেছি। অক্সিজেনের মাত্রা ৫০-৬০-এ নেমে যাওয়ার পর ভেন্টিলেটরের প্রয়োজন পড়ল, যা হাসপাতালে ছিল না। এমনকি হাসপাতালে বিছানাও নেই। তারা রোগীকে মেঝেতে রেখেছিল।’
পরিসংখ্যানবিষয়ক ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এ পর্যন্ত ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬২ হাজার ৩৫০ জন।