আগামী সপ্তাহের মধ্যে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় দ্বিগুণ মানুষের মৃত্যু ঘটতে পারে বলে আশঙ্কা জানিয়েছে দেশটির একটি গবেষণা প্রতিষ্ঠান।
বুধবার সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। গাণিতিক মডেল ব্যবহার করে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স পূর্বাভাস দিয়েছে, বর্তমান অবস্থা চলতে থাকলে ১১ জুনের মধ্যে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৪ হাজার জনে পৌঁছাতে পারে। অন্যদিকে, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের এক মডেল অনুযায়ী জুলাইয়ের শেষে ভারতে করোনাভাইরাসে ১০ লাখ ১৮ হাজার ৮৭৯ জনের মৃত্যু হতে পারে।
এই পূর্বাভাস মিলে গেলে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটবে ভারতে। বর্তমানে ভাইরাসটিতে প্রাণহানির দিক থেকে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে এ পর্যন্ত দেশটিতে ৫ লাখ ৭৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, বুধবার ভারতে সর্বোচ্চ ৩ হাজার ৭৮০ জনের মৃত্যু ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ২৬ হাজার ১৮৮ জনে। করোনা মোকাবিলায় ইতোমধ্যে হিমশিম খাচ্ছে ভারত। চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়ার পাশাপাশি মৃতদের লাশ সৎকারেও সংকট তৈরি হয়েছে।ব্রাউন ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথের ডিন আশিষ ঝা বলেন, ‘পরের চার থেকে ছয় সপ্তাহ ভারতের জন্য কঠিন হতে যাচ্ছে। যা করার এখনই করতে হবে।’করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে ভারতে ১ মে থেকে প্রাপ্তবয়স্কদের টিকা দেয়া শুরু হয়েছে। অনেক রাজ্যে টিকার স্বল্পতা থাকলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশটিতে এখন পর্যন্ত ১৬ কোটি ৪ লাখ ৯৪ হাজার ১৮৮ জনকে টিকা দেয়া হয়েছে।