করোনা মহামারির মধ্যে প্রথমবারের একটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্যের শহর লিভারপুল। কিছু দিন পরে করোনা মোকাবিলায় সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার প্রস্তুতি হিসেবে পরীক্ষামূলকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আগামি শুক্রবার ও শনিবার আয়োজিত হতে যাওয়া নাইটলাইফ প্রোমোটার সার্কাস নামের এই কনসার্টে দিনে তিন হাজার করে দুই দিনে ছয় হাজার মানুষ অংশ নিবেন।
আগামি ২১ জুনের মধ্যে করোনা মহামারি সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে নেয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্য সরকারের। এর অংশ হিসেবে আয়োজিত এই কনসার্ট থেকে তথ্য সংগ্রহ করা হবে। বড় ধরনের জমায়েত নিরাপদ কিনা সেটি বুঝতে এই তথ্য কাজে লাগবে।
অনুষ্ঠানের আয়োজকদের একজন ইউসুফ জাহার জানিয়েছেন, কনসার্টে করোনা মহামারির আগের সময়ের মতো আনন্দ করতে পারবেন অংশগ্রহণকারীরা। তারা কোনো ধরনের মাস্ক বা সামাজিক দূরত্ব ছাড়াই অংশ নিতে পারবেন। এমনকি মদ্যপানও করতে পারবেন।
দুই দিনের এই অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পশ্চিমাঞ্চলের শহরটিতে কয়েকটি ভেন্যু করা হয়েছে। এর মধ্যে ডাটা সংগ্রহকারী বিজ্ঞানীদের জন্য একটি তাঁবুও রাখা রয়েছে। লিভারপুলের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক ম্যাট অ্যাশটন বলেন, ‘এখনও মহামারি চলছে। করোনাভাইরাসের নতুন ধরন ও বৈশ্বিক ভ্রমণ এখনও চিন্তার বিষয়। তবে লকডাউন কোনো সমাধান নয়।’ ইউরোপে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় এক লাখ ২৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে।