বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অক্সিজেন চেয়ে সামাজিক মাধ্যমে আকুতি দিল্লির চিকিৎসকদের

  •    
  • ৩ মে, ২০২১ ১৪:০৫

চিকিৎসক গৌতম সিং বলেন, ‘আমাদের হাসপাতালে করোনা রোগীদের জন্য ৫০টি বেড ও সংকটাপন্নদের জন্য ১৬টি আইসিউ বেড রয়েছে। কিন্তু অক্সিজেনের নিশ্চয়তা না থাকায় আমরা নতুন কাউকেও ভর্তি করাতে পারছি না।’

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অক্সিজেনের জন্য জরুরি সহায়তা চেয়ে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আকুতি জানিয়েছেন দিল্লির কয়েকজন চিকিৎসক।

বিবিসির সোমবারের প্রতিবেদনে জানানো হয়, শনিবার দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে এক চিকিৎসকসহ ১২ জনের মৃত্যু হয়। হাসপাতালে শয্যা না পাওয়া রোগীরা বাইরে দাঁড়িয়ে বহনযোগ্য সিলিন্ডার থেকে অক্সিজেন নেয়ার চেষ্টা করছেন।

রোববার দিল্লিতে নতুন করে অন্তত ২০ হাজার জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় ৪০৭ জন। অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর ভারতে এ দিন সর্বোচ্চ ৩ হাজার ৬৮৯ জনের মৃত্যু হয়েছে। রোববার এক দিনে সর্বোচ্চ প্রায় ৪ লাখ মানুষের করোনা শনাক্তও হয় দেশটিতে। দিল্লির শ্রী রাম সিং হাসপাতালের চিকিৎসক গৌতম সিং বলেন, ‘আমাদের হাসপাতালে করোনা রোগীদের জন্য ৫০টি বেড ও সংকটাপন্নদের জন্য ১৬টি আইসিউ বেড রয়েছে। কিন্ত অক্সিজেনের নিশ্চয়তা না থাকায় আমরা নতুন কাউকেও ভর্তি করাতে পারছি না।’

নিজের হাসপাতালের জন্য অক্সিজেন সরঞ্জাম চেয়ে টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টও করেছেন এ চিকিৎসক। এর জন্য ১৭ লাখ রুপির আবেদন জানিয়েছেন তিনি। গৌতম সিং জানিয়েছেন, অক্সিজেনের অভাবে তার হাসপাতালে রোগীরা মারা যেতে পারেন এমন দুশ্চিন্তার কারণে তিনি ঘুমাতে পারছেন না।

তিনি বলেন, ‘আমরা প্রতিদিন যুদ্ধ করছি। আমার হাসপাতালের অর্ধেক কর্মী অক্সিজেন সিলিন্ডার ভরানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে।’দিল্লিতে হাসপাতালের মালিকানা আছে এমন এক নারী বিবিসিকে বলেন, ‘কয়েক দিন ধরে আমাদের কোনো ধারণা ছিল না যে কার কাছে গেলে অক্সিজেন সমস্যার সমাধান পাওয়া যাবে। এখন পরিস্থিতি কিছুটা ভালো। কিন্তু এখনও অক্সিজেন ঘাটতির কারণে আমরা অনেক রোগীকে ভর্তি করাতে পারছি না।’

অক্সিজেন সংকটের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সরকারের দাবি, পর্যাপ্ত অক্সিজেন থাকলেও পরিবহনের অসুবিধার কারণে সংকট তৈরি হচ্ছে।

এর আগে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় পর্যায়ের কোনো আমলাকেই ছেড়ে কথা বলা হবে না বলে জানিয়েছিল দিল্লি হাইকোর্ট। প্রয়োজনে কর্মকর্তাদের ফাঁসিতে ঝোলানো হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

এ বিভাগের আরো খবর