ভারতে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বিশ্বে রেকর্ড গড়ায় দেশটির নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, দেশটির স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সুপারিশে দেয়া এই নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকে কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকরা এ নিষেধাজ্ঞতার আওতার বাইরে থাকবে।
১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত এখন করোনা মহামারির কেন্দ্রবিন্দুতে রয়েছে। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।
সম্প্রতি করোনায় সংক্রমণ ও মৃত্যুতে বিশ্ব রেকর্ড করেছে ভারত। দেশজুড়ে হাসপাতালগুলোতে শয্যা ও মেডিক্যাল অক্সিজেন সরবরাহে তীব্র সংকট দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, প্রতিবেশী দেশ পাকিস্তানসহ অন্যান্য দেশ এরই মধ্যে ভারতের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। পাঠানো হচ্ছে ভেন্টিলেটর, টিকা তৈরির কাঁচামালসহ অন্যান্য সুরক্ষাসামগ্রী।
বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে গেব্রিয়েসুস বলেন, করোনা মহামারি শুরুর প্রথম পাঁচ মাসে যত মানুষ এতে আক্রান্ত হয়েছে, গত এক সপ্তাহেই প্রায় সমানসংখ্যক মানুষ ভাইরাসটির কবলে পড়েছে।
করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এত দিন এরপরই ব্রাজিলের অবস্থান থাকলেও তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনার সংক্রমণ সম্প্রতি বেড়ে যাওয়ায় দেশটির অবস্থান হয় দ্বিতীয়।
ভারতে সোমবার রেকর্ড ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ওই দিন মৃত্যু হয় ২ হাজার ৮১২ জনের। মহামারি শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।