পশুদের দেহে করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকার প্রথম চালান উৎপাদন করেছে রাশিয়া। দেশটির কৃষি ও পশুপালন খাতের পর্যবেক্ষক সংস্থা শুক্রবার জানিয়েছে এ তথ্য।
গত মার্চ মাসে কুকুর, বিড়াল, শিয়াল ও মিঙ্কের দেহে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগে অ্যান্টিবডি তৈরির প্রমাণ মেলে। এরপরই কার্নিভ্যাক-কোভ নামের টিকাটিতে অনুমোদন দেয় রুশ প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রথম দফায় ১৭ হাজার ডোজ টিকা উৎপাদন করা হয়েছে।
মহামারি শুরু হওয়ার কিছুদিন পরই মানবদেহ থেকে অন্যান্য প্রাণীর দেহে করোনাভাইরাস ছড়ানোর বিষয়ে উদ্বেগ জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
রাশিয়া বলছে, এ টিকার মাধ্যমে বিভিন্ন প্রজাতির প্রাণীকে করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এমনই করোনার অব্যাহত রূপ পরিবর্তনের মধ্যেও টিকাটি দেয়া হলে প্রাণীরা নিরাপদ থাকবে।
জানা গেছে, রাশিয়ার কাছ থেকে টিকাটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি, গ্রিস, পোল্যান্ড, অস্ট্রিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, লেবানন, ইরান ও আর্জেন্টিনা।
রুশ পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের প্রায় ২০টি প্রতিষ্ঠান নিজ নিজ দেশে কার্নিভ্যাক-কোভে অনুমোদন দিতে চেয়েছে।
গেল এক বছরে বিভিন্ন দেশে বিড়াল-কুকুরের মতো গৃহপালিত পশু থেকে শুরু করে চিড়িয়াখানা ও অভয়ারণ্যে বেশ কয়েকটি বাঘ-সিংহও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।