ভারতের পশ্চিমবঙ্গে দৈনিক শনাক্ত করোনা রোগীর নিরিখে কলকাতা আছে তালিকার প্রথমেই। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯০১ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২৩ জনের ।
তাই শহরের গোষ্ঠী সংক্রমণের শেকল ভাঙতে কলকাতার বেশ কিছু বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন। নিত্য ও অপরিহার্য দোকানগুলো খোলা থাকলেও বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বন্ধ থাকবে চাঁদনিচক প্রিন্সেপ স্ট্রিট, এজরা স্ট্রিট, ক্যানিং স্ট্রিট ছাড়াও বেশকিছু বাজার। বাজার বন্ধ রাখার জন্য ফেডারেশনের তরফে ব্যবসায়ীদের কাছে আবেদন জানানো হয়েছে।
এদিকে করোনা সংকট মোকাবিলায় পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হয়ে হয়েছে ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট পোর্টাল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চালু করা পোর্টালে করোনা চিকিৎসার জন্য এই মুহূর্তে রাজ্যের কোনো হাসপাতাল কত শয্যা খালি আছে তা জানা যাবে মুহূর্তে মাউসের এক ক্লিকে। ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেমের এই পোর্টালে ঢুকে কোন হাসপাতালে কত শয্যা খালি আছে, তা জানতে পারবেন।
দেয়া হয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বরও। হেল্পলাইনে ফোন করে যেকোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সরকারি হাসপাতালে ফ্রি ভর্তির সুযোগ মিলবে। ফ্রি অ্যাম্বুলেন্স ও টেলিমেডিসিন পাওয়া যাবে। কোভিড পরিস্থিতিতে মনস্তাত্ত্বিক কাউন্সিলিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে। অন্যদিকে করোনা টেস্টের প্রতিবেদন নেগেটিভ আর করোনা ভ্যাকসিনের ২ ডোজ নেয়ার সনদ দেখালে গণনাকেন্দ্রে প্রবেশের ছাড়পত্র মিলবে, কমিশনের এই নির্দেশ নিয়ে, তৃণমূলের তরফে ভোট কর্মীদের টেস্ট নয় কেন, প্রশ্ন তুলে কমিশনে চিঠি দিয়েছে।