বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানবতাবিরোধী অপরাধে জড়িত ইসরায়েল: হিউম্যান রাইটস ওয়াচ

  •    
  • ২৭ এপ্রিল, ২০২১ ১৭:৩৩

গবেষণা বিষয়ক ওয়েবসাইট জাদালিয়ার সহ-সমন্বয়ক মঈন রাব্বানি বলেন, ‘এই প্রতিবেদন খোলামেলাভাবে ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এতে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ তোলা হয়েছে, সেটি দেশটিকে গুরুতর পরিণতির মুখোমুখি করবে।’

ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগতভাবে বর্ণবাদী নিপীড়ন চালিয়ে ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ করছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ‘আ ট্রেশহোল্ড ক্রসড: ইসরায়েলি অথরিটিজ অ্যান্ড দ্য ক্রাইমস অফ অ্যাপারথেইড অ্যান্ড পারসেকিউশন’ নামের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে । একইসঙ্গে ফিলিস্তিনিদের মানবাধিকারের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় দুইশ পৃষ্ঠার প্রতিবদেনে জর্ডান নদী থেকে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত ভূখণ্ডে ইসরায়েল কীভাবে ফিলিস্তিনিদের ওপর জায়নবাদী নিপীড়ন জারি রেখেছে সেটির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে এইচআরডব্লিউয়ের নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে অর্ধশতাব্দী ধরে চলা ইসরায়েলি দখলদারিত্ব একটি সাময়িক বিষয়, যা কয়েক দশক ধরে চলা কথিত শান্তি প্রক্রিয়ায় মিটমাট হবে। কিন্তু ফিলিস্তিনিদের ওপর যে নিপীড়ন সেটি স্থায়ী হয়েছে এবং সহ্যের শেষ সীমায় চলে গেছে। এটিকে পদ্ধতিগত বর্ণবাদ হিসেবে সংজ্ঞায়িত করা যায়।’

তিনি বলেন, ‘যারা দুই রাষ্ট্র প্রক্রিয়া বা কনফেডারেশন রাষ্ট্র করে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি চাইছেন, তাদের উচিত এই মুহূর্তের বাস্তবতার দিকে নজর দেয়া। মানবাধিকার ইস্যুকে সামনে এনে এখনই ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন থামানো প্রয়োজন।’

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনকে ‘উদ্দেশ্যমূলক প্রচারণা’ অভিহিত করে একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এইচআরডব্লিউ বরাবরই ইসরায়েল বিরোধী কার্যক্রমে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে দেশটি।

অন্যদিকে, এইচআরডব্লিউয়ের প্রতিবেদনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের কূটনৈতিক সংস্থাগুলো। তারা বলছে, এতদিন দুই রাষ্ট্র সমাধানের ফাঁকা বুলি ইসরায়েলকে শুধু দায়মুক্তিই দিয়ে আসছিল। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধকে আইনি দৃষ্টিতে দেখা।

প্যালেস্টাইন ইনস্টিটিউট ফর পাবলিক ডিপ্লোমেসির উপদেষ্টা পরিচালক ইনেস আবদেল রাজেক বলেন, ‘এই প্রতিবেদন ইসরায়েল-ফিলিস্তিন সমস্যাকে নতুনভাবে দেখার তাগাদা দিচ্ছে। অবশ্যই এর বড় ধরনের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।’

জাদালিয়া নামের একটি গবেষণা বিষয়ক ওয়েবসাইটের সহ-সমন্বয়ক মঈন রাব্বানি বলেন, ‘ফিলিস্তিনিরা অনেক আগেই থেকেই বর্ণবাদী নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করে আসছিলেন। শেষমেশ হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও এটি আনুষ্ঠানিকভাবে উঠে আসলো।’

তিনি বলেন, ‘এই প্রতিবেদনের গুরুত্ব হলো, এটি খোলামেলাভাবে ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এতে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ তোলা হয়েছে, সেটি ইসরায়েলকে গুরুতর পরিণতির মুখোমুখি করবে।’

আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে কথিত শান্তি প্রক্রিয়ার বদলে মানবাধিকারভিত্তিক ও জবাবদিহিতামূলক পথ বেছে নিতে সুপারিশ করা হয়েছে এইআরডব্লিউয়ের ওই প্রতিবেদনে। একই সঙ্গে সামরিক, বাণিজ্যিক ও সহযোগিতামূলক সম্পর্ক মানবাধিকার ইস্যু বিবেচনায় শর্তসাপেক্ষ রাখারও পরামর্শ দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর