ভারতে চতুর্থদিনের মত দৈনিক শনাক্তের সংখ্যা তিন লাখের বেশি ও মৃত্যু দুই হাজারের উপরে রেকর্ড করা হয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জন। এ সময় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৬৭ জনের।
করোনাভাইরাসের সংক্রমণরোধে দিল্লিতে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। রোববার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক সংবাদ সম্মেলনে লকডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার ঘোষণা দেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি শুরুর পর থেকে এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এক কোটি ৬৯ লাখ ছাড়িয়েছে। গত ১৫ এপ্রিলের পর থেকেই দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা দুই লাখের উপরে থাকছে।
গেল ৪৮ ঘণ্টায় দিল্লির বড় হাসপাতালগুলো করোনায় আক্রান্ত মূমুর্ষূ রোগীর চিকিৎসায় মেডিক্যাল অক্সিজেনের জন্যে জরুরি এসওএস বার্তা পাঠাচ্ছে। জয়পুর গোল্ডেন হসপিটালে অক্সিজেনের সরবরাহ লাইনে কম চাপ থাকায় করোনা আক্রান্ত কমপক্ষে ২৫ রোগীর মৃত্যু হয়েছে।
মেডিক্যাল অক্সিজেনের সহায়তা পেতে অন্য রাজ্য সরকারের প্রতি আবারও আকুতি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। সংবাদ সম্মেলনে দেশটির সব মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ আপনাদের রাজ্যে যদি অতিরিক্ত অক্সিজেনের মজুত থাকে তবে দয়া করে দিল্লিকে অক্সিজেন দিয়ে সহায়তা করুন।’
এদিকে পশ্চিমবঙ্গে এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এজন্যে রাজনীতিবিদ ও রাজনৈতিক সমাবেশকে দুষলেন অনেকে।
গেল ২৪-ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে শনাক্ত হয়েছে ৬৭ হাজারের বেশি মানুষ। তবে মুম্বাইতে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এপ্রিলের ১২ তারিখের পর এই প্রথম মুম্বাইতে আক্রান্তের সংখ্যা সাত হাজারের নিচে নামল। গেল ২৪-ঘণ্টায় শহরটিতে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৮৮৮ জনের শরীরে।