বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজস্ব চাহিদা না মিটিয়ে অক্সিজেন রপ্তানি দ্বিগুণ

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ১৫:৫৩

দিল্লির হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার থেকেই অক্সিজেনের বাণিজ্যিক ব্যবহার ও রপ্তানি বন্ধ করতে। কেজরিওয়াল জানান, ‘রাজ্যের একাধিক বড় হাসপাতালে রোগীদের আর কয়েক ঘণ্টা দেয়া যেতে পারে এ পরিমাণ মেডিক্যাল অক্সিজেন কেবল মজুত রয়েছে।’

ভারতে করোনাভাইরাস মহামারির ভয়াবহতার মাঝেও কোভিড-১৯ চিকিৎসায় অতি জরুরী অক্সিজেনের রপ্তানি বেড়েছে ৭০০ শতাংশ। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্যে হাহাকারের মধ্যে সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দেশটির আদালত।

এর আগে অভ্যন্তরীণ চাহিদা না মিটিয়ে বিভিন্ন দেশকে কোভিড-১৯ টিকা দেয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে।

গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি, এই ৯ মাসে বিশ্বের বিভিন্ন দেশে ভারত থেকে অক্সিজেন রপ্তানি করা হয়েছে ৯ হাজার ৩০১ মেট্রিক টন। এতে দেশটির আয় হয়েছে প্রায় ৯ কোটি রুপি। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরে ভারত চার হাজার ৫১৪ মেট্রিক টন অক্সিজেন রপ্তানি করে আয় করেছিল সাড়ে পাঁচ কোটি রুপি।

এনডিটিভি ও বিজনেস টুডে’র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অক্সিজেন রপ্তানির এ তথ্য প্রকাশ পাওয়ায় সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়েছে।

এরই মধ্যে দিল্লির হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার থেকেই অক্সিজেনের বাণিজ্যিক ব্যবহার ও রপ্তানি বন্ধ করতে। আদালত প্রশ্ন করেছে, কেন বুধবার থেকেই এই নিয়ম কার্যকর করছে না সরকার? কেন আগামীকাল করতে হবে? সরকার কী মুমূর্ষু রোগীদের আরও একদিন অক্সিজেনের জন্য অপেক্ষায় থাকার কথা বলতে পারে?

আদালত তার পর্যবেক্ষণে আরও জানায়, সরকারের অর্থনৈতিক মুনাফা অর্জন কখনই দেশের মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না।

সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে প্রতিনিয়ত হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা বেড়েই চলছে। মঙ্গলবার তিনি বলেন,‘রাজ্যের একাধিক বড় হাসপাতালে রোগীদের আর কয়েক ঘণ্টা দেয়া যেতে পারে এ পরিমাণ মেডিক্যাল অক্সিজেন কেবল মজুত রয়েছে।’

এদিকে কেন্দ্রীয় সরকার যুক্তি দেখাচ্ছে, বেসরকারি হাসপাতালগুলো অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে অক্সিজেন অপচয় করছে।

কেন্দ্রীয় সরকার আরও জানায়, দিল্লিসহ সব রাজ্যের হাসপাতালগুলোকে নির্দেশ দেয়া হয়েছে, গুরুতর অসুস্থ বা মুমূর্ষু রোগী ছাড়া অন্য রোগীদের যেন অযথা অক্সিজেন দেয়া না হয়।

দৈনিক শনাক্ত ও মৃত্যু

করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর দিক থেকে গত এক সপ্তাহের রেকর্ড ভেঙেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৫ হাজার ৪১ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের।

এ বিভাগের আরো খবর