আগামী ১ এপ্রিল থেকে লকডাউন কার্যকর করা হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। প্রাদেশিক সরকার জানিয়েছে, সেখানে করোনা সংক্রমণের হার ১২ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় লকডাউন কার্যকর করা হবে।
প্রদেশটির মুখ্যমন্ত্রী উসমান বুজডার বলেন, এই লকডাউন ১১ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। তবে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আগামী সপ্তাহের বৈঠকে।
প্রদেশটির লাহোরে আক্রান্তের হার ১৭ শতাংশ রেকর্ড করা হয়েছে। ফয়সালাবাদ ও রাওয়ালপিণ্ডিতে ১৫ শতাংশ করে। এছাড়া মুলতান, সারগোধা ও শিয়ালকোটে শনাক্তের হার ১২ শতাংশ ছাড়িয়েছে।
এদিকে, পেশোয়ার প্রদেশের ৮টি অঞ্চলে সোমবার সন্ধ্যা ৬টা থেকে সীমিত মাত্রায় লকডাউন কার্যকর করা হয়েছে। এ সময় সব ধরনের যান চলাচলও বাতিল করা হয়েছে।
দেশটির রাজধানী ইসলামাবাদে সংক্রমণের হার হয়েছে প্রায় ১৬ শতাংশ।
পাকিস্তানে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। দেশটিতে ১০ মার্চ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের শরীরে। মারা গেছে ১৩ হাজার ৩২৪ জন।
এই পরিস্থিতিতে বুধবার থেকে টিকা দেয়া শুরু হয়েছে পাকিস্তানে। প্রথমে ষাটোর্ধ্ব ব্যক্তিদের চীনের পাঠানো টিকা দেওয়া হবে। এরপর ভারত থেকে সিরামের তৈরি টিকাও দেওয়া হবে।