ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরাই যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলগ্রহে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সফল অভিযানে যুক্ত বিজ্ঞানীদের সঙ্গে স্থানীয় সময় বৃহস্পতিবার ভার্চুয়াল আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
১৮ ফেব্রুয়ারি কোটি কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলের মাটি স্পর্শ করে নাসার পাঠানো পারসেভারেন্স বা ‘অধ্যবসায়’ রোভার।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের দুই মাসও হয়নি কিন্তু এরই মধ্যে কমপক্ষে ৫৫ জন ভারতীয় আমেরিকানদের নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন বাইডেন। প্রেসিডেন্টের বক্তৃতা লেখক থেকে শুরু করে নাসার বিজ্ঞানী সর্বত্রই ভারতীয়দের পদচারণ লক্ষ্যণীয়।
বাইডেন বলেন, ‘ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরাই দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। আপনি (স্বাতী মোহন), আমার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, আমার বক্তৃতা লেখক বিনয় রেড্ডি সবাই ভারতীয়।’
নাসার মঙ্গলগ্রহ অভিযানের পথপ্রদর্শন, দিকনির্দেশনা ও কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেন স্বাতী মোহন।
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন। নিজের প্রশাসনে ৫৫ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের নিয়োগ দিয়ে ইতিহাস রচনা করেন তিনি।
৫৫ জনের মধ্যে অবশ্য কমলা হ্যারিসের নাম পড়ে না। কারণ তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। এ ছাড়া ডিরেক্টর অব হোয়াইট হাউস অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন রাজনৈতিক পরামর্শক নীরা ট্যানডেন।
বাইডেন মনোনীত ভারতীয়দের মধ্যে প্রায় অর্ধেকের মতো নারী এবং তাদের বড় অংশ হোয়াইট হাউসে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ওবামা-বাইডেন প্রশাসন এখন পর্যন্ত অন্য যেকোনো প্রশাসনের চেয়ে সবচেয়ে বেশিসংখ্যক ভারতীয়দের নিয়োগ দেয়।
প্রশাসনে ভারতীয়দের নিয়োগের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও খুব একটা পিছিয়ে ছিলেন না। তিনিই প্রথম দেশটির মন্ত্রী পর্যায়ের পদ ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ভারতীয়দের নিয়োগ দিয়েছিলেন।