বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইডেন অধ্যায়ের শুরু

  •    
  • ২০ জানুয়ারি, ২০২১ ২৩:০৯

জো বাইডেনকে শপথ পড়ান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতি সোনিয়া সোটোমায়োর।

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। আর এর মধ্য দিয়ে শেষ হলো ট্রাম্প অধ্যায়।

স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার কিছু পর) শপথ গ্রহণের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট হলেন বাইডেন।

রোনাল্ড রিগ্যানের পর ৭৮ বছর বয়সী বাইডেন হলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। ১৯৮১ সালে রিপাবলিকান রিগ্যান যখন প্রথম মেয়াদে শপথ নেন তখন তার বয়স ছিল ৬৯ বছর।

জো বাইডেনকে শপথ পড়ান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতি সোনিয়া সোটোমায়োর।

শপথ শেষে অভিষেক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, এটা আমেরিকার দিন, গণতন্ত্রের দিন।

‘আমরা আবারও গণতন্ত্রের মূল্য অনুধাবন করতে পেরেছি। আমাদের একত্রিত হতে হবে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে যে কুৎসিত যুদ্ধ চলছে, তার অবসান ঘটাতে হবে’।

ভাষণের মাঝখানে যুক্তরাষ্ট্রে করোনায় নিহতদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন বাইডেন।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মধ্য দিয়ে বিরল নজির গড়লেন কমলা হ্যারিস। প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে এই দ্বায়িত্ব পেলেন তিনি। কীর্তি গড়েছেন কমলাকে শপথ পড়ানো সুপ্রিমকোর্টের সহযোগী বিচারক সোনিয়া সোটামেয়রেরও। এই দায়িত্ব পালন করা প্রথম হিস্পানিক ও তৃতীয় নারী বিচারক তিনি।

ক্যাপিটল হিলে পরিবারসহ প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা

শপথ অনুষ্ঠানে ট্রাম্প না থাকলেও, উপস্থিত ছিলেন তার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ছিলেন বিল ও হিলারি ক্লিনটন, বারাক ও মিশেল ওবামা এবং জর্জ ও লরা বুশ। করোনার কারণে অনুষ্ঠানে ছিল সীমিত সংখ্যক অতিথি।

এর আগে স্থানীয় সময় বুধবার ভোরে হোয়াইট হাউজ ছাড়েন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থেকে বিরল নজির গড়েন ট্রাম্প।

স্ত্রী মেলানিয়াকে নিয়ে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে শুরুতে মেরিল্যান্ডের অ্যান্ড্রুস এয়ার বেজে পৌঁছান ট্রাম্প। সেখানে সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়াটা তার জন্য ‘বিশাল সম্মানের’। যুক্তরাষ্ট্রের মানুষের জন্য সবসময় লড়াই করে যাবেন। এ সময় বাইডেন ও কমলা হ্যারিসের নাম উল্লেখ না করে নতুন প্র্রশাসনের সাফল্য কামনা করেন তিনি।

ওয়াশিংটন ছাড়ছেন ডনাল্ড ও মেলানিয়া ট্রাম্প

ভাষণ শেষে এয়ারফোর্স ওয়ানে করে ফ্লোরিডায় পাড়ি জমান ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। দক্ষিণ ফ্লোরিডায় পাম বিচে নিজ বাড়ি মার-এ-লাগোতে থাকবেন তিনি। ট্রাম্পকে পৌঁছে দিয়ে বিমানটি ফিরে আসে ম্যারিল্যান্ডে।

এ বিভাগের আরো খবর