যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করেই ইরান করোনা টিকা কিনবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৯৪ হাজার ৯৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৫৪ হাজার ৫৭৪ জন।
রুহানি বলেন, ‘জনগণের জানা উচিত আমাদের সমস্যা রয়েছে। কিন্তু এটি আমাদের চেষ্টায় কোনো প্রভাব ফেলবে না। হয়ত বেশি খরচ হবে, হয়ত দেরি হবে কিন্তু টিকা নিশ্চিত করা হবে।’
এ সময় ‘ইরান-বিরোধী গণমাধ্যম’ দেশটির চেষ্টাকে খারাপভাবে উপস্থাপন করছে বলে দাবি করেন রুহানি।
রুহানি বলেন, ‘শুধু টিকা, ওষুধ আর খাদ্যসামগ্রীর বিষয়েই নয়। বাইরের দেশ থেকে কিছু কিনতে গেলেই যুক্তরাষ্ট্র নিষ্ঠুর ও শঠতাপূর্ণ উপায়ে বাধা দেয়।’
রুহানি এর আগে জানিয়েছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স প্রকল্পের আওতায় করোনা টিকা কিনছে ইরান।
এর জন্য দক্ষিণ কোরিয়ায় থাকা কেন্দ্রীয় তহবিল থেকে টাকা খরচ করবে ইরান। টিকার দাম দেয়ার ব্যাপারে অনেক চেষ্টার পর যুক্তরাষ্ট্রের অনুমতিপত্রও মিলেছে বলে জানিয়েছে দেশটি। এর ফলে সুইস ব্যাংকে টিকার দাম বাবদ টাকা পাঠাতে পারবে ইরান।
কোভ্যাক্স থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ টিকা কিনবে ইরান। এর জন্য প্রায় ২০ কোটি ইউরো খরচ করছে দেশটি।