করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে এবার মডার্নার টিকাকে মাঠে নামানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র।
ফাইজারের টিকা চালুর প্রায় এক সপ্তাহ পর মডার্নাকে টিকা সরবরাহের অনুমোদন দিল দেশটির কেন্দ্রীয় ওষুধ প্রশাসন অধিদফতর এফডিএ।
দেশটিতে করোনার দ্বিতীয় ধাক্কা এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত রোগীর সংখ্যা আড়াই লাখের বেশি। শুক্রবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই হাজার সাতশর বেশি মানুষের।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি সামাল দিতে শুক্রবার মর্ডানার কাছ থেকে ২০ কোটি ডোজ কেনার ঘোষণা দেয় এফডিএ।
যুক্তরাষ্ট্রের টিকাদান কর্মসূচি অপারেশন র্যাপ স্পিড জানিয়েছে, সপ্তাহান্তেই ৬০ লাখ ডোজের সরবরাহ হয়ে যাবে। প্রথম ধাপে আগামী সপ্তাহে এই টিকা দেয়া শুরু হবে স্বাস্থ্যকর্মী ও নার্সিং হোমের বাসিন্দাদের।
গত বৃহস্পতিবার মডার্নার পক্ষে এফডিএর উপদেষ্টা প্যানেল ২০-০ ভোট দিয়েছে।
মডার্নার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালের জুনের মধ্যে তারা ২০ কোটি ডোজ যুক্তরাষ্ট্রে সরবরাহ করবে।
যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের সেক্রেটারি অ্যালেক্স অ্যাজার জানিয়েছেন, মডার্নার টিকাকে অনুমোদন দেয়ার মধ্য দিয়ে দেশের টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করা হয়েছে, যাতে করে বৈশ্বিক এই মহামারিকে দ্রুত নিশ্চিহ্ন করা যায়।
যুক্তরাষ্ট্রে এখন ফাইজারের টিকা দেয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
এর আগে কানাডা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডও মডার্নার কাছ থেকে টিকা কেনার চুক্তি করে।
সূত্র: আল জাজিরা, বিবিসি