যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতা হারানোয় ইরান খুশি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরান যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা টিকা না পায় ট্রাম্প সেই চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এ দিন দেশটির মন্ত্রীসভার বৈঠকে রুহানি বলেন, ‘বাইডেনের ক্ষমতায় আসা নিয়ে আমরা খুব একটা উচ্ছ্বসিত নই। তবে খুব খুশি যে ট্রাম্প চলে যাচ্ছেন।’
এ সময় ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বেশি আইন অমান্যকারী’ ব্যক্তি হিসেবে অভিহিত করেন রুহানি।
ইরানের বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা টিকা পেতে ট্রাম্প বাধা দিচ্ছেন অভিযোগ করে রুহানি বলেন, ‘মানবিক ও নৈতিক গুণাবলির এতোটাই অভাব যে ট্রাম্প আমাদের টিকা পাওয়ার চেষ্টাকেও ছাড় দিচ্ছেন না।’
মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ইরানে। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত প্রায় এক কোটি ১৩ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৫৩ হাজার মানুষ।
২০১৮ সালে পারমাণবিক প্রকল্প বন্ধে ইরানের সঙ্গে চুক্তি থেকে একতরফাভাবে সরে আসে যুক্তরাষ্ট্র। এর পর থেকে দেশটি কঠোর অর্থনৈতিক অবরোধের আওতায় রয়েছে।
পারমাণবিক প্রকল্পের ব্যাপারে আলোচনায় আসলে ইরানের সঙ্গে পুনরায় চুক্তি করা ও অবরোধ তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন।
৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান রিপাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নির্বাচনে কারচুপি হয়েছে এমন দাবি করে আসছিলেন ট্রাম্প। যদিও তিনি এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেন নি।
সোমবার বাইডেনকে আনুষ্ঠানিক ভাবে জয়ী ঘোষণা করেছে দেশটির ইলেকটরাল কলেজ।
আগামী ২০ জানুয়ারি বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।