বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইলেকটোরাল কলেজে বাইডেনকে জয়ী ঘোষণা

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ০৮:৫৬

ইলেকটোরাল কলেজ থেকে জয় পাওয়ায় বাইডেন ২০ জানুয়ারি প্রেসিডেন্টের ক্ষমতা হাতে পাওয়ার চূড়ান্ত পর্যায়ের একটি বাধা পার হলেন।

প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছেন জো বাইডেন। ডেমোক্র্যাট এই প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজগুলোও।

জয়ের পর এক ভাষণে বাইডেন বলেছেন, এর মধ্য দিয়ে ‘জনগণের ইচ্ছাই টিকে রইল’। বর্ষীয়ান এই নেতার মতে, এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ‘ধাক্কা খেয়েছে; পরীক্ষা এবং হুমকিতে পড়েছিল’। কিন্তু এসব ভালোভাবে উতড়ানো গেছে এবং দেশের গণতন্ত্র ‘সত্য ও শক্তিশালী’ প্রমাণিত হয়েছে।

ইলেকটোরাল কলেজে জয় পাওয়ায় বাইডেন ২০ জানুয়ারি প্রেসিডেন্টের ক্ষমতা হাতে পাওয়ার চূড়ান্ত পর্যায়ের একটি বাধা পার হলেন। কিন্তু ডনাল্ড ট্রাম্প এই ফল মানবেন না বলেই ধারণা করা হচ্ছে।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে ৩০৬টিতে জয় পান বাইডেন। বিপরীতে ট্রাম্প জয় পান ২৩২টি ইলেকোটোরালে।

কিন্তু শুরু থেকেই এই ফল প্রত্যাখান করে আসছেন বর্তমান প্রেসিডেন্ট। বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোটে জালিয়াতি হয়েছে বলে প্রমাণহীন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি। যদিও আদালতে ট্রাম্পের একের এক মামলা খারিজ হচ্ছে।

ভোদের দিন যুক্তরাষ্ট্রের ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করে না। তাদের ভোটে নির্বাচন করা হয় ‘ইলেকটরদের’, সম্মিলিতভাবে তারা ‘ইলেকটোরাল কলেজ’ নামে পরিচিত। নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহ পর প্রেসিডেন্ট প্রার্থীদের চূড়ান্ত ভোট দেন এসব ইলেকটররাই।

ইলেকটোরালেও জয় পাওয়ার নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারে দেয়া ভাষণে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচন নিয়ে জালিয়াতি ও কারচুপির যেসব অভিযোগ তুলছেন ‘সাধারণ নারী-পুরুষও’ তা প্রত্যাখান করবে।

‘অনেক আগে এই জাতির মধ্যে গণতন্ত্রের শিখা প্রজ্জলিত হয়েছে। আমরা জানি, কোনো কিছু, এমনকি মহামারি বা ক্ষমতার অপব্যবহার এই শিখা নেভাতে পারবে না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরের ধাপে ভোটিং প্রক্রিয়ার ফলগুলো ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে। সেখানে ৬ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সভাপতিত্বে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভোটগুলো আনুষ্ঠানিভাবে গণনা করা হবে। এর মধ্য দিয়ে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেয়ার পথ তৈরি হবে।

ইলেকটোরাল কলেজ বাইডেনের জয় নিশ্চিত করায় নির্বাচনের ফল ঘুরিয়ে দিতে ট্রাম্পের আর কোনো অবলম্বন রইল না।

এ ছাড়া গত মাসে ট্রাম্প নিজেই বলেছিলেন, ইলেকটোরাল কলেজে বাইডেন জয় পেয়ে গেলে জানুয়ারিতে হোয়াইট হাউজ ছেড়ে দেবেন তিনি। কিন্তু লোকটির নাম ট্রাম্প হওয়ায় তাকে নিয়ে এখনই শেষ কিছু না বলাই নিরাপদ।

এ বিভাগের আরো খবর