বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এভারেস্টের উচ্চতা বাড়ল ৩ ফুটের বেশি

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২০ ২০:৪৬

নেপাল ও চীনের যৌথ জরিপের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ৩১ দশমিক ৬৯ ফুট। এর আগে ১৯৫৪ সালের একটি জরিপের ভিত্তিতে ধরে নেয়া হয়েছিল,পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা ২৯ হাজার ২৮ ফুটের মতো।

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা বইপত্রে যা আছে, বাস্তবে তার চেয়ে তিন ফুটের বেশি উঁচু এই পর্বত চূড়া। 

নেপাল ও চীনের যৌথ জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য। মঙ্গলবার প্রকাশিত জরিপের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ৩১ দশমিক ৬৯ ফুট। 

সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রথম এভারেস্টের প্রকৃত উচ্চতা পরিমাপ করা হয়েছে বলে দাবি করছে চীন ও নেপাল।   

এর আগে ১৯৫৪ সালের একটি জরিপের ভিত্তিতে ধরে নেয়া হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা ২৯ হাজার ২৮ ফুটের মতো।   

চীন ও নেপাল সীমান্তে এভারেস্টের অবস্থানের কারণে পর্বতারোহীরা দুই দেশ থেকেই এতে চড়তে পারেন।

গত বছর নেপালের রাজধানী কাঠমান্ডু সফর করেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। সে সময়ই এভারেস্টের নতুন উচ্চতা নিয়ে দুই দেশের যৌথ জরিপের ঘোষণা দেয়া হয়।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জরিপ বিভাগের কর্মকর্তারা জানান, দুই দেশের জরিপকারীরা নতুন উচ্চতার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। 

এর আগে চীনা কর্তৃপক্ষের ভাষ্য ছিল, পাথরের উচ্চতার ওপর ভিত্তি করেই এভারেস্টের উচ্চতা পরিমাপ করতে হবে। তবে নেপালের কর্তৃপক্ষ এ বিষয়ে দ্বিমত প্রকাশ করে জানায়, শৃঙ্গের চূড়ায় থাকা তুষারও মাপতে হবে।

নেপালের জরিপ বিভাগের মুখপাত্র দামোদর ধাকল বলেন, ‘এর আগে আমরা নিজেরা কখনো এভারেস্টের উচ্চতা পরিমাপ করিনি।

‘এখন আমাদের প্রযুক্তির দিক থেকে দক্ষ দল আছে, যারা এভারেস্টের চূড়াতেও যেতে পারে।’

এ বিভাগের আরো খবর