বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা: ফাইজারের প্রথম টিকা নিলেন ৯০ বছরের নারী

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২০ ১৪:৫১

নর্দার্ন আয়ারল্যান্ডের এনিসকিলেন শহরে জন্ম নেয়া কিনান বলেন, ‘করোনার টিকা নেয়া প্রথম ব্যক্তি হিসেবে নিজেকে অনেক সুবিধাপ্রাপ্ত মনে হচ্ছে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রতিষ্ঠান ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন যুক্তরাজ্যের ৯০ বছর বয়সী নারী মার্গারেট কিনান।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কিনানকে ওই টিকা দেয়া হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। 

যুক্তরাজ্যে পাঠানো প্রতিষ্ঠানটির আট লাখ ডোজ টিকার মধ্যে কিনানকে দেয়া হয় প্রথমটি। বাকিগুলো সামনের সপ্তাহে দেয়া হবে।

চলতি মাসের শেষে সর্বোচ্চ আরও ৪০ লাখ টিকা যুক্তরাজ্যে আসার কথা।

টিকা গ্রহণকারী কিনান সামনের সপ্তাহে ৯১ বছরে পা দেবেন। ইংল্যান্ডের কভেন্ট্রি শহরের ইউনিভার্সিটি হাসপাতালে তাকে টিকাটি দেন মেট্রন মে পারসন্স।

 

নর্দার্ন আয়ারল্যান্ডের এনিসকিলেন শহরে জন্ম নেয়া কিনান বলেন, ‘করোনার টিকা নেয়া প্রথম ব্যক্তি হিসেবে নিজেকে অনেক সুবিধাপ্রাপ্ত মনে হচ্ছে। জন্মদিনের আগে পাওয়া উপহার হিসেবে এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না আমি। কারণ বছরের বেশির ভাগ সময় একাই থাকি। টিকা নেয়ায় এখন আমি পরিবার ও বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপন করতে পারব।’

তিনি বলেন, ‘পারসন্স ও জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) কর্মীরা আমার এত খেয়াল রেখেছে যে, তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। যাদের করোনার টিকা দেয়ার তালিকায় রাখা হয়েছে, তাদের বলব, আপনারা টিকাটি নিন। ৯০ বছর বয়সে আমি নিতে পারলে আপনারাও পারবেন।’

সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের রক্ষা ও স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে ৮০ বছরের বেশি বয়সের নাগরিক, কেয়ার হোমের বাসিন্দা ও কর্মী এবং স্বাস্থ্য ও সামাজিক সেবা কর্মীদের টিকা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকারে রাখা হয়েছে যুক্তরাজ্যে।

গত সপ্তাহে ফাইজার/বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার শুরু করল যুক্তরাজ্য। দেশটিতে টিকা নেয়া বাধ্যতামূলক নয়।

এ বিভাগের আরো খবর