বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাম্পের বাধায় আরও প্রাণহানি হতে পারে: বাইডেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ নভেম্বর, ২০২০ ০৮:৩৩

ভোটে ট্রাম্পের হার স্বীকার না করাটাকে আবারও ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাওয়া জো বাইডেন সতর্ক করে বলেছেন, হার না মেনে ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রশাসনকে বাধা দেয়া অব্যাহত রাখলে করোনাভাইরাসে দেশে আরও মানুষের প্রাণহানি হতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান মডার্না প্রায় ৯৫ শতাংশ কার্যকর করোনার নতুন একটি টিকার ঘোষণার পর ডেলাওয়ারে সোমবার সংবাদ সম্মেলনে এসে এ মন্তব্য করেন ডেমোক্র্যাট নেতা।

ভোটে ট্রাম্পের হার স্বীকার না করাটাকে আবারও ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেছেন বাইডেন।

 ট্রাম্প এখনও পরাজয়ের মেনে না নেয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও। বলেছেন, ‘এটা কোনো খেলা নয়।’

৩ নভেম্বরের নির্বাচনের এখন পর্যন্ত যা ফল তাতে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে বাইডেন ৩০৬টি ইলেকটোরাল, যেখানে হোয়াইট হাউজের যেতে লাগে মাত্র ২৭০টি ইলেকটোরাল।

অথচ ট্রাম্প এখনও গোঁ ধরে আছেন। নিয়েছেন আদালতের আশ্রয়ও। নিশ্চিত পরাজয় জানা সত্ত্বেও সোমবার সকালেও টুইট করেছেন, ‘আমি নির্বাচনে জিতেছি!’

এসব জটিলতার কারণে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ীর হাতে ক্ষমতা হস্তান্তরের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র সরকারের জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেসনও (জিএসএ) বাইডেন ও তার রানিংমেট কমলা হ্যারিসকে এখনও স্বীকৃতি দেয়নি।

নির্বাচিত হওয়ার পর আসন্ন প্রশাসনকে সরকারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণত কাজ করার সুযোগ দেয়া হয়। তবে বাইডেন-কমলার ক্ষেত্রে তা হচ্ছে না।

ডেমোক্র্যাটিক পার্টির সহযোগীরা বলছেন, ট্রাম্পের এসব ভূমিকার মানে করোনার টিকা বিতরণ কৌশল পরিকল্পনা থেকেও বাইডেনের দলকে বাইরে রাখা।

রিপাবলিকানদের পরাজয় না মানার বিষয়ে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘এটা সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন। বিষয়টা কি কেউ বুঝতে পারছেন?

এটা মানুষের জীবন রক্ষার বিষয়। সত্যি, এটা বাড়িয়ে বলা নয়। আমরা একে অপরকে সহযোগিতা না করলে আরও মানুষের মৃত্যু হতে পারে।’

করোনার সংক্রমণ পরিস্থিতি সামাল দেয়ায় এখন পর্যন্ত সাফল্যের পরিচয় দিতে পারেনি যুক্তরাষ্ট্র। শনাক্ত ও মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে দেশটি।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার মানুষের।

এ বিভাগের আরো খবর