বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার ফাইজারের টিকা, ৯০ শতাংশ কার্যকর

  •    
  • ৯ নভেম্বর, ২০২০ ২২:৪৯

যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়ো-এনটেক নতুন টিকা আবিষ্কারের ঘোষণা দিয়েছে। তারা দাবি করছে, তাদের টিকা ৯০ শতাংশ কার্যকর।

বিশ্বে এখন করোনাভাইরাসের অন্তত ডজনখানেক টিকা পরীক্ষার তৃতীয় অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়ো-এনটেক প্রথম ঘোষণা দিলো, তারা কাঙ্খিত ফলা পেয়েছেন। তাদের টিকা ৯০ শতাংশ কার্যকর।

শুধু তাই না, সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজার চলতি মাসের মধ্যে এ টিকা বাজারে আনতে পারবে বলে আশা প্রকাশ করেছে। 

যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও তুরস্কে ৪৩ হাজার ৫০০ মানুষের মধ্যে প্রয়োগ করা হয়েছে এ পরীক্ষামূলক টিকা। তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা দিয়ে দেখা গেছে, দ্বিতীয় ডোজের এক সপ্তাহ পর ৯০ শতাংশ সুরক্ষা অর্জন করা গেছে।

এ টিকা চলতি মাসের শেষে বাজারে আনার জন্য জরুরি অনুমোদন পেতে আবেদন করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠান দুটি।

সামনে বেশ কিছু চ্যালেঞ্জ থেকে গেলেও বিজ্ঞানীরা এটিকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলছেন, এর মাধ্যমে সামনে বসন্তের মধ্যেই বিশ্বজুড়ে জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে।

ফাইজার বলছে, চলতি বছরের শেষ নাগাদ তারা এ টিকার পাঁচ কোটি ডোজ ও ২০২১ সালে ১৩০ কোটি ডোজ উৎপাদন ও সরবরাহ করতে পারবে।

ফাইজার এবং বায়ো-এনটেক বলছে, টিকাটির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটি সংরক্ষণ করতে হবে মাইনাস ৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে।

এ বিভাগের আরো খবর