বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধূমপানে বাঙালি, মদ্যপানে এগিয়ে অসমিয়ারা

  •    
  • ২৯ অক্টোবর, ২০২০ ১৫:৫১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ২০১৯-২০ সালের তালিকা অনুযায়ী, বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গের ৮০.৪ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ৫৯.২ শতাংশ নারী নিয়মিত তামাক সেবন করেন।

ভারতের ৩৬টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তামাক সেবনে শীর্ষে পশ্চিমবঙ্গ। অন্যদিকে মদ্যপানে তালিকার চূড়ায় থাকা রাজ্যটির নাম অসম।

সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সম্প্রতি প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা যায়।

সরকারি তথ্য বলছে, ১৩০ কোটির দেশ ভারতে মাত্র ১ দশমিক ২ শতাংশ প্রাপ্তবয়স্ক নারী মদ্যপান করেন। তবে পুরুষদের হার শতকরা ২৯.৫ শতাংশ।

তালিকা অনুযায়ী, অসমে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রতি চার জন নারীর মধ্যে একজন নিয়মিত মদ্যপায়ী। আর পুরুষদের ক্ষেত্রে ১৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে প্রতি দুই জনে এক জন সপ্তাহে অন্তত একদিন মদ্যপান করেন।

শতকরা হারে অসমের ২৬.৩ শতাংশ মদ্যপায়ী। পুরুষদের ক্ষেত্রে এই হার ৫৯.৪ শতাংশ।

নারীদের মদ্যপানে অসমের পরই জম্মু ও কাশ্মীর। সেখানে ২৩ শতাংশ নারী মদ্যপান করেন।

পশ্চিমবঙ্গের ৪.৯ শতাংশ নারীর মদের আসক্তি রয়েছে। আর পুরুষদের মধ্যে মদ্যপানের হার ৪৯.২ শতাংশ।

ভারতে নারীদের মধ্যে মদ্যপান সবচেয়ে কম চণ্ডিগড়ে। আর পুরুষদের মধ্যে সবচেয়ে কম মদ্যপান হয় লাক্ষাদ্বীপে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ২০১৯-২০ সালের তালিকা অনুযায়ী, বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গের ৮০.৪ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ৫৯.২ শতাংশ নারী নিয়মিত তামাক সেবন করেন।

পুরুষদের তামাক সেবন সবচেয়ে কম হয় পণ্ডিচেরিতে। আর নারীদের মধ্যে তামাক সেবনের দিক থেকে সর্বনিম্নে আছে হিমাচল প্রদেশ।

তামাক সেবন বলতে বিড়ি, সিগারেটের পাশাপাশি গুটখা, জর্দা বা তামাকজাত অন্যান্য সামগ্রীকেও ধরা হয়েছে।

এ বিভাগের আরো খবর