বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিকিমে 'অস্ত্র পূজায়' ভারতের প্রতিরক্ষামন্ত্রী

  •    
  • ২৫ অক্টোবর, ২০২০ ২০:৩৯

রাজনাথ সিং ‘অস্ত্র পূজায়’ অংশ নেয়ার পাশাপাশি উদ্বোধন করেছেন চীন সীমান্তবর্তী শহর নাথুলার সঙ্গে সিকিমের রাজধানী গ্যাংটকের একটি বিকল্প পথ।

সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্তবর্তী সিকিমের একটি শহরে সেনাবাহিনীর 'অস্ত্র পূজন' অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

রোববার এই অস্ত্র পূজায় অংশ নেয়ার পাশাপাশি তিনি উদ্বোধন করেন চীন সীমান্তবর্তী শহর নাথুলার সঙ্গে সিকিমের রাজধানী গ্যাংটকের একটি বিকল্প পথ।

ভারতীয় সেনাদের মনোবল বাড়াতেই প্রতিরক্ষামন্ত্রী এমন পূজায় অংশ নেন। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল এম এম নারভানে।

ভারতীয় সেনার নেতৃত্বাধীন বর্ডার রোড অর্গানাইজেশন গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত ১৯ দশমিক ৩ কিলোমিটারের দুই লেনের বিকল্প একটি সড়ক নির্মাণ করে। কৌশলগত কারণে এই সড়ক বিশেষ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং উপস্থিতি ছিলেন। রাজনাথ বলেন, ‘ভারত চায় উত্তেজনা শেষ হোক ও শান্তি প্রতিষ্ঠা হোক। আমি নিশ্চিত যে আমাদের সেনাবাহিনী ভারতের এক ইঞ্চি জমিও অন্যর হাতে দিতে দেবে না।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিকিমে অংশ নিয়েছেন সেনাবাহিনীর অস্ত্র পূজায়। ছবি: নিউজবাংলা

 

প্রতি বছরই ‘দশেরার’ দিন ভারতীয় সেনাবাহিনী তাদের অস্ত্রের পূজা করে। বিভিন্ন সেনা ছাউনিতে এই উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ পূজার অনুষ্ঠান। এ বছর প্রতিরক্ষামন্ত্রী কৌশলগত কারণেই সিকিমের সেনা ছাউনিতে পূজায় অংশ নেন।

রাজনাথ এর আগে শনিবার পশ্চিমবঙ্গের শিলিগুঁড়িতে যান। সেদিন সকালে শিলিগুঁড়ির কাছে শুকনার সেনা ছাউনিতে অস্ত্র পূজায় অংশ নেন। সেখান থেকে যান সিকিমে।

প্রতিরক্ষামন্ত্রী চীন সীমান্তে সম্প্রতি ভারতীয় ২০ সেনার ‘আত্মত্যাগের’ কথাও স্মরণ করান। জানান, সেনা জওয়ানদের কাছে আসতে পেরে সবসময়ই তিনি গৌরব অনুভব করেন।

সেখান থেকেই রাজনাথ সিং দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরো খবর