বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অর্থনীতিতে নোবেল যুক্তরাষ্ট্রের মিলগ্রম-উইলসনের

  •    
  • ১২ অক্টোবর, ২০২০ ১৮:৪২

মিলগ্রম ও উইলসন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নিলাম কীভাবে কাজ করে তার তাত্ত্বিক বিষয়াদির উন্নয়ন ও উন্মোচন করে তারা এই পুরস্কার জিতলেন।  

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ পল মিলগ্রম ও রবার্ট উইলসন।

নিলাম তত্ত্বে অবদান রাখায় পুরস্কারের জন্য সোমবার তাদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। 

মিলগ্রম ও উইলসন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নিলাম কীভাবে কাজ করে তার তাত্ত্বিক বিষয়াদির উন্নয়ন ও উন্মোচন করে তারা এই পুরস্কার জিতলেন।  

রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স বলছে, তারা একই সঙ্গে পণ্য ও সেবার নিলাম পদ্ধতির নতুন নকশা প্রণয়ন করেছেন। প্রচলিত পদ্ধতিতে যেসব পণ্য বা সেবা (যেমন: রেডিও ফ্রিকোয়েন্সি) নিলামে বিক্রি কঠিন, সেসবের নিলাম পদ্ধতি সহজ করেছেন তারা।

নোবেল পুরস্কার কমিটির সভাপতি পিটার ফ্রেডরিকসন এক বিবৃতিতে বলেছেন, চলতি বছর শুরু হয়েছিল অর্থনীতির এক মৌলিক তত্ত্ব দিয়ে। পরে সে তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ হয়েছে, যেগুলো বৈশ্বিকভাবে ছড়িয়ে গেছে।

রয়েল সুইডিশ অ্যাকাডেমির মতে, অর্থনীতিবিদরা নিলামের নতুন যে পদ্ধতি উদ্ভাবন করেছেন, সেখানে অনেক ধরনের আন্তঃসম্পর্কিত বিষয় আছে। এতে একজন বিক্রেতার শুধু সর্বোচ্চ দাম প্রাপ্তি নিশ্চিতের বিষয়টিই নয়, সমাজের জন্য কল্যাণকর দিকগুলোও থাকবে।

নিলাম পদ্ধতি সহজ করায় নিলামকারী, করদাতা সবাই উপকৃত হবে।

রেডিও স্পেকট্রাম বিক্রির জন্য ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একটি পদ্ধতি ব্যবহার করেছিলেন দুই অর্থনীতিবিদ। এর মধ্য দিয়ে সরকারের রেডিও ফ্রিকোয়েন্সি বিক্রি থেকে অনেক লাভবান হয়েছিলেন করদাতারা।

অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। গত বছরও তিন আমেরিকান অর্থনীতিতে নোবেল পান।

২০১৯ সাল পর্যন্ত ৫১ বছরে ৮৪ জনকে এই পুরস্কার দেয়া হয়েছে।

পল মিলগ্রম ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

রবার্ট উইলসন ১৯৩৭ সালে যুক্তরাষ্ট্রের জেনেভায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে ডিবিএ ডিগ্রি লাভ করেন।

সূত্র: সিএনএন

এ বিভাগের আরো খবর