ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ বছরের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডাব্লিউএফপি)।
শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে নরওয়ের নোবেল ইনস্টিটিউট পুরস্কারের ১০১তম বিজয়ী হিসেবে ডাব্লিউএফপির নাম ঘোষণা করে।
নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, ‘ক্ষুধাকে যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ব্যবহার প্রতিরোধে ডাব্লিউএফপি চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।’
এ ছাড়া বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ও যুদ্ধাঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখছে সংস্থাটি।
নরওয়ের নোবেল কমিটির প্রধান বেরিট রেইজ-অ্যান্ডারসন বলেন, এ পুরস্কারের মাধ্যমে কমিটি বিশ্বকে জানাতে চেয়েছে, পৃথিবীতে লাখ লাখ মানুষ আছে, যারা প্রতিনিয়ত ক্ষুধার যন্ত্রণা ভোগ করে। এ ছাড়া বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখছে ডাব্লিউএফপি।
নোবেল পুরস্কার হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (৯১ লাখ ৫০ হাজার টাকা) পাবে সংস্থাটি।
বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত সংস্থা। প্রতি বছর সংস্থাটি ৮৮টি দেশের প্রায় ৯ কোটি ৭০ লাখ মানুষকে সহায়তা করে থাকে। তারা সেসব মানুষকে সাহায্য করে, যারা নিজেদের ও পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ খাবার উৎপাদন বা সংগ্রহ করতে পারে না।