জ্বালানি সম্পদ ও সমুদ্রসীমা নিয়ে গ্রিসের সঙ্গে দ্বন্দ্বে তুরস্ক ‘উসকানিমূলক আচরণ’ ও ‘চাপ প্রয়োগ’ করছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ধরনের আচরণ বন্ধ না হলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জোটটি।
শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে জোট নেতাদের এক বৈঠকে এ সতর্কবার্তা দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন দার লায়েন।
তিনি পূর্ব ভূমধ্যসাগরে ‘একতরফা কার্যক্রম’ থেকে আঙ্কারাকে দূরে থাকতে বলেছেন।
এর আগে বৃহস্পতিবার তুরস্ক ও গ্রীস এই অঞ্চলে সংঘর্ষের ঝুঁকি এড়াতে একটি সামরিক হটলাইন খোলার ঘোষণা দেয়।
এ বছরের আগস্টে সম্ভাব্য তেল ও গ্যাসের সন্ধানে একটি বিতর্কিত অঞ্চলে তুরস্ক জাহাজ পাঠায়। এতে উত্তেজনা সৃষ্টি হয় দুই দেশের মধ্যে।
দীর্ঘদিন ধরেই তুরস্ক ও গ্রিসের মধ্যে সীমান্ত বিরোধ এবং সমুদ্রে নিজেদের অধিকার বৃদ্ধি নিয়ে দ্বন্দ্ব চলছে।
সূত্র: বিবিসি